প্রসেনজিৎ ধর, হুগলি :- কৃষকদের একাধিক দাবি নিয়ে এবার সিঙ্গুরে আন্দোলন শুরু করতে চলেছে রাজ্য বিজেপি | সিঙ্গুরে বিজেপির বিক্ষোভ অবস্থানের মঞ্চ তৈরীতে পুলিশের বাধা| মঙ্গলবার থেকে কৃষাণ মোর্চার ডাকে সিঙ্গুর চলো অভিযানের ডাক দিয়েছিল শুভেন্দু অধিকারী | রবিবার সকালে অস্থায়ী মঞ্চ তৈরীর জন্য কাজ শুরু হতেই বাধার মুখে পড়ে | তারই প্রতিবাদে এদিন দুর্গাপুর এক্সপ্রেসওয়ের পাশে গোপালনগর এলাকায় বিজেপির কর্মীরা বিক্ষোভে সামিল হল |
আগামী ১৪, ১৫ ও ১৬ ডিসেম্বর সিঙ্গুরে অবস্থান বিক্ষোভে বসছে বিজেপি | বিজেপির কিষাণ মোর্চার উদ্যগে এই বিক্ষোভ হবে | এ বিষয়ে শনিবার রাজভবনে গিয়ে রাজ্যপাল জগদীপ ধনখড় একটি স্মারকলিপিও দিয়ে আসে বিজেপির কৃষক সংগঠনের নেতৃত্ব | জমি আন্দোলনকে অস্ত্র করেই ২০১১ সালে রাজ্যে ক্ষমতায় এসেছিল মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস |
মমতার সেই রাজনৈতিক উত্তরণে প্রধান ভূমিকা নিয়েছিল সিঙ্গুরের কৃষক ও নন্দীগ্রামের জমি আন্দোলন | সম্প্রতি রাজ্য বিধানসভা নির্বাচনে শোচনীয় ফল হয়েছে বিজেপির | রাজনৈতিক মহল মনে করছে, এই অবস্থায় রাজ্যে নিজেদের রাজনৈতিক জমি ফিরে পেতে ও অন্নদাতাদের আস্থা অর্জন করতে কৃষক আন্দোলনকেই হাতিয়ার করতে চাইছে গেরুয়া শিবির |