প্রসেনজিৎ ধর, কলকাতা :- কলকাতা পুরভোটে এবার মুখোমুখি লড়াইয়ে নামছে বামফ্রন্টের দুই শরিক |পুরভোটে ১০৬ নম্বর ওয়ার্ডে সিপিএম প্রার্থীর বিরুদ্ধে পাল্টা প্রার্থী দিয়েছে আরএসপি | ফলে যাদবপুরের বিধানসভা কেন্দ্রের মধ্যে এই এলাকায় এবার ভোটের ময়দানে নেমেছে দুই বাম শরিক দল | এবারে কলকাতার পুরভোট ১০৬ নম্বর ওয়ার্ডে বামফ্রন্টের থেকে সিপিএম প্রার্থী করেছে দীপঙ্কর মণ্ডলকে | এর আগে এই আসনটি আরএসপির ভাগেই পড়ে | কিন্তু এবারে আর আরএসপিকে দেওয়া হয়নি | কিন্তু আরএসপির তরফে বিষয়টি মেনে নেওয়া হয়নি | ওই আসনে আরএসপির প্রার্থী করা হয়েছে অলোক চট্টোপাধ্যায়কে | দু’জনেই মনোনয়ন দাখিল করেছেন| কেউই মনোনয়নপত্র প্রত্যাহার করে নেননি | সিপিএমের দাবি, ওই এলাকায় সাংগঠনিকভাবে আরএসপির থেকেও সিপিএম ভালো জায়গায় রয়েছে | তাই সিপিএম ওই আসনে প্রার্থী দিয়েছে | কিন্তু আরএসপির তরফে জানানো হয়েছে, যেহেতু গত কয়েকটি নির্বাচনে ওই আসনে তাঁরা প্রার্থী দিয়ে এসেছে, তাই এবারে তারা ওই আসন থেকে লড়বে | এই প্রসঙ্গে সিপিএমের অবশ্য যুক্তি, আরএসপি তাঁদের বিরুদ্ধে প্রার্থী দিলেও প্রচারে তেমন বেরোচ্ছে না, ফলে তেমন কোনও সমস্যা হবে না |