Breaking News

নজরে কলকাতা পুরভোট!শেষবেলায় পুরভোটের প্রচারে সভা মমতার,মিছিল করবেন অভিষেক বন্দোপাধ্যায়ও

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ১৯ ডিসেম্বর কলকাতা পুরসভার নির্বাচন | চলছে শেষবেলার প্রচার | গোয়া সফর সেরে আজ কলকাতা ফিরছেন মমতা বন্দ্যোপাধ্যায় | তারপরই পুরভোটের প্রচারে পরপর দু’দিন উত্তর ও দক্ষিণ কলকাতায় দলের প্রার্থীদের নিয়ে সভা করবেন তৃণমূলনেত্রী বলে সূত্রের খবর| তৃণমূল সূত্র জানাচ্ছে, আজ ১৫ ডিসেম্বর ফুলবাগান মেট্রো স্টেশনের কাছে সভা করবেন মমতা | সেই সভায় উপস্থিত থাকবেন উত্তর কলকাতার বিভিন্ন ওয়ার্ডের প্রার্থীরা| এন্টালি, জোড়াসাঁকো, চৌরঙ্গি, মানিকতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত যে ওয়ার্ডগুলি রয়েছে, সেখানকার প্রার্থীদের সমর্থনেই হতে পারে মমতার সভা | ১৬ ডিসেম্বর বৃহস্পতিবার মমতা দু’টি সভা করতে পারেন | বিকেল ৪টেয় বাঘাযতীনের বারো ভূতের মাঠে হতে পারে সেই সভা | যাদবপুর এবং টালিগঞ্জ বিধানসভার অন্তর্গত বিভিন্ন ওয়ার্ডের প্রার্থীদের সমর্থনে হবে সেই সভা | সেই সভা সেরে মমতা যেতে পারেন বেহালায় | পুরভোটের প্রচারে বিকেল ৫টায় বেহালা চৌরাস্তায় অপর একটি সভা করবেন তৃণমূলনেত্রী | সেই সভায় উপস্থিত থাকবেন বেহালা পূর্ব এবং পশ্চিম বিধানসভার অন্তর্গত ওয়ার্ডের তৃণমূল প্রার্থীরা| মমতা একা নন, প্রচারে পরপর দু’দিন দু’টি মহামিছিল করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও | বৃহস্পতিবার থেকে পরপর দু’দিন মহামিছিল অভিষেকের| প্রথমটি ১৬ তারিখ দুপুর দু’টোয় | বড়বাজারের রাজাকাটরা থেকে শিয়ালদহ হয়ে বউবাজারের ব্যাংক অফ ইন্ডিয়া পেরিয়ে শশীভূষণ দে স্ট্রিট পর্যন্ত | পরদিন দ্বিতীয় মহামিছিল অভিষেকের | সেটি শুরু হওয়ার কথা ঢাকুরিয়া এলাকার আশপাশ থেকে | বোঝাই যাচ্ছে একেবারে ঠাসা কর্মসূচি তৃণমূলনেত্রী ও অভিষেকের |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *