Breaking News

মমতা বন্দোপাধ্যায়ের জয়ের ব্যবধানকে টপকে গেলেন ভ্রাতৃবধূ কাজরী!দিদির আশ্বাসেই এগিয়েছি, জয়ের পর বললেন কাজরী

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- পুরভোটের ফলাফলে আপ্লুত তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় | রাজ্য রাজনীতিতে বন্দ্যোপাধ্যায় পরিবার থেকে হাজির আরও এক নেতৃত্ব | নাম কাজরী বন্দ্যোপাধ্যায়,মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী ও গৃহবধূ |একুশের পুরসভা নির্বাচনে তৃণমূলের তরফে টিকিট দেওয়া হয় কাজরীকে| মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওয়ার্ড ৭৩ নম্বরে বিক্ষুদ্ধ রতন মালাকারকে সরিয়ে প্রার্থী কাজরী | অভিষেকেই ৭৩ নম্বর ওয়ার্ডে ৬,৪৯৩ ভোটে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী কাজরী বন্দ্যোপাধ্যায় | ভবানীপুর বিধানসভা আসনের উপনির্বাচনে ৭৩ নম্বর ওয়ার্ডে মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছিলেন ৫৮০০ ভোটে | জিতে তৃণমূল প্রার্থী কাজরী জানিয়েছেন, ‘আজ বিকেল থেকেই কাজ করব | রাস্তায় নামব, বস্তি এলাকার উন্নয়ন করতে হবে | প্রচুর কাজ বাকি আছে | মমত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছে | আমি ওনার কাছেই ছিলাম সেখানেই খবর পাই জিতেছি|’
কাজরীদেবীর ছোট থেকে বড় হওয়া রাজনৈতিক ঘরানায়| তবে তাঁর বাপের বাড়ি সম্পূর্ণভাবে বামপন্থী পরিবার | এদিকে বিবাহসূত্রে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সদস্যা | তৃণমূল সুপ্রিমোর ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী কাজরীদেবী | তবে বন্দ্যোপাধ্যায় পরিবারের সদস্য হওয়ায় দূর থেকে তৃণমূলের হয়ে কাজ করলেও এর আগে কোনও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা তিনি করেননি| ভোটের আগে ভ্রাতৃবধূ কাজরীকে পাশে নিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন, “আমার থেকেও বেশি ব্যবধানে জিতে এলে সেটাই হবে আমার উপহার |” প্রথমবার নির্বাচনে লড়াই করে মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই উপহার দিতে সক্ষম হয়েছেন কাজরী |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *