Breaking News

লেদার কমপ্লেক্স হত্যার কিনারা!৭ পুরুষের সঙ্গে স্ত্রীর পরকীয়া, সহ্য করতে না পেরেই খুন দাবি স্বামীর

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- কলকাতার লেদার কমপ্লেক্স থানা এলাকায় তরুণীর খুনের ঘটনার কিনারা করল পুলিশ | নিহত তরুণীর স্বামীকে গ্রেফতার করা হয়েছে | পুলিশ সূত্রে খবর, জেরায় খুনের কথা স্বীকার করে নেয় ধৃত | একাধিক পুরুষের সঙ্গে পরকীয়া সম্পর্ক ছিল ওই তরুণীর | তা জানতে পারার পরই স্ত্রীকে খুন বলেই জানিয়েছে সে | গত ২ ডিসেম্বর লেদার কমপ্লেক্স থানা এলাকার একটি পরিত্যক্ত আবাসন থেকে উদ্ধার হয় এক তরুণীর দেহ | তদন্তে নেমে পুলিশ জানতে পারে নিহতের নাম অনিতা হাওলাদার (৩০)| ক্যানিংয়ের জীবনতলার বাসিন্দা সে। তবে কিছুদিন কলকাতা লাগোয়া বাগুইআটিতে ভাড়া নিয়ে থাকছিলেন তরুণী | গোয়েন্দারা আরও জানতে পারেন, স্বামী রাজু নস্করের সঙ্গে থাকতেন না তিনি | এরপরই সন্দেহের তির ঘুরে যায় রাজুর দিকে |তদন্তে নেমে লেদার কমপ্লেক্সের সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা শুরু করেন গোয়েন্দারা | তাতে গত ২৯ নভেম্বর লেদার কমপ্লেক্সে ঢুকছেন তিনি | যে সময় তরুণী সেখানে ছিলেন তখন রাজুর মোবাইল ফোনের টাওয়ার লোকেশনও ছিল লেদার কমপ্লেক্সেই | এরপরই রাজুকে খোঁজা শুরু করেন গোয়েন্দারা | জেরায় রাজু জানিয়েছেন, দাম্পত্যকলহের জেরে একের পর এক পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন অনিতা | এরকম অন্তত ৭ জনের কথা জানেন তিনি | শুধু তাই নয়, প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্বামীকে ফোন করে আওয়াজ শোনান তিনি | এরপরই অনিতাকে খুনের পরিকল্পনা করেন রাজু | ধৃতকে হেফাজতে নিয়ে খুনের পুনর্নির্মাণ করতে চায় পুলিশ | এই ঘটনায় আর কেউ যুক্ত কি না তাও জানার চেষ্টা করছেন গোয়েন্দারা | পুলিশ সূত্রে জানা গিয়েছে, জেরায় স্ত্রী অনিতা হাওলাদারকে খুনের কথা কবুল করেছে ধৃত স্বামী রাজু লস্কর | ঘটকপুর বাসস্ট্যান্ড থেকে বাস ধরে অন্যত্র পালানোর চেষ্টা করছিল অভিযুক্ত রাজু | তখনই দুপুর দেড়টা নাগাদ তাকে গ্রেফতার করে পুলিশ | ২ ডিসেম্বর লেদার কমপ্লেক্স থানার পরিত্যক্ত আবাসন থেকে উদ্ধার হয় অনিতা হাওলাদারের নিথর দেহ উদ্ধার হয় | নিহত ২৯-৩০ বছরের ওই তরুণীর পরিচয় প্রথমে জানা যাচ্ছিল | শেষে একের পর এক সূত্র ধরে খুনের কিনারা করল লেদার কমপ্লেক্স থানা |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *