নিজস্ব সংবাদদাতা :- দুদিনের বঙ্গ সফরে আজ রাতেই কলকাতায় আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | কিন্তু সাজানো ঠাসা কর্মসূচিতে হতে পারে একাধিক বদল | জানা যাচ্ছে,আজ রাত ১১টার সময় সেনাবাহিনীর বিশেষ বিমানে দমদম বিমানবন্দরে নামবেন শাহ | রাজারহাটের এক পাঁচতারা হোটেলে রাত কাটিয়ে কাল থেকেই পুরোদমে শুরু করে দেবেন ভোট প্রস্তুতি | এমনকি আগামীকাল সকালে সিআরপিএফ আধিকারিকদের সঙ্গে বৈঠক সেরেই তিনি চলে যাবেন ইসকনের একটি অনুষ্ঠানে | সেখানেই মধ্যাহ্নভোজ সেরে তাঁর পরের গন্তব্য ঠাকুরনগরে ঠাকুরবাড়ির মাঠের জনসভা |এরপর ফের ৬টার মধ্যে ফিরে আসবেন কলকাতার হোটেলে | সায়েন্স সিটিতে দলীয় বৈঠক রয়েছে ৭টায় | ৩১ জানুয়ারি বেলুড় মঠে যাবেন অমিত শাহ | তবে পূর্ব ঘোষণা অনুযায়ী আমহার্স্ট স্ট্রিটে বিদ্যাসাগরের বাড়ি যাচ্ছেন না অমিত শাহ | তার পরিবর্তে ঋষি অরবিন্দের বাড়ি যাবেন তিনি |
এই সফরে কারা যোগ দিতে চলেছেন বিজেপিতে, তা নিয়েই এখন রাজ্য রাজনীতিতে জল্পনা তুঙ্গে | এবার ৩১ জানুয়ারি হাওড়ার ডুমুরজলায় সভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী | জানা গিয়েছে, অমিত শাহের এই সভাতেই সম্ভবত পদ্মশিবিরে যোগ দিতে চলেছেন তৃণমূল থেকে সদ্য বহিষ্কৃত বালির বিধায়ক বৈশালী ডালমিয়া | তবে একজন নয়, তালিকাটা বেশ লম্বা বলেই খবর বিজেপি সূত্রে |উঠে আসছে হাওড়ার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তীর নামও |রয়েছে উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক প্রবীর ঘোষালের নাম | গেরুয়া শিবিরে যোগ দিতে পারেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা ডোমজুড়ের তৃণমূল বিধায়ক রাজীব ব্যানার্জিও | তবে সবটাই এখনও জল্পনা,সত্যিই কারা দলবদল করবেন, তা জানতে অপেক্ষা মাত্র দু-দিনের |