নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর:- ভোট এগিয়ে আসতেই ক্রমেই বাড়ছে সংঘাত, এমনকি পূর্ব মেদিনীপুর জেলা জুড়েও অব্যাহত রয়েছে এই ঝামেলা। বেশ কয়েক মাস আগে শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগদান করেছিলেন পূর্ব মেদিনীপুর জেলার সিপিআইএমের বিধায়িকা তাপসী মন্ডল। আর গত বৃহস্পতিবার গভীর রাতে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার বিধায়িকা তাপসী মণ্ডলের বাড়িতেই হয় বোমাবাজি। শুক্রবার সকালে দরজা খুলেই তাপসী দেবী দেখেন তাঁর বাড়ির সামনে বোমের বারুদ চারদিকে পড়ে রয়েছে, এমনকি আরো দুটি তাজা বোমা পড়ে রয়েছে।
আর এই ঘটনার পরেই রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে সমগ্র পরিবার জুড়ে। পাশাপাশি সমগ্র এলাকায়ও যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। এদিনের এই ঘটনার খবর পেতেই ঘটনাস্থলে যান দুর্গাচক থানার পুলিশ। যদিও এই ঘটনায় অভিযোগের তীর গিয়েছে তৃনমূল-এর দিকেই। অন্যদিকে, বিধায়িকা তাপসী মন্ডলের অভিযোগ বারেবারে আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা। তবে এই ভয় দেখিয়ে কোন লাভ হবে না। পাশাপাশি তিনি আরো বলেন সাধারণ মানুষ তৃণমূলের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তাই তারা হতভম্ব হয়ে এইসব চক্রান্ত করছে।
Hindustan TV Bangla Bengali News Portal