দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ফিরহাদ হাকিমেই ফের কলকাতা পুরসভার মেয়র হিসেবে নির্বাচিত করা হল | বৃহস্পতিবার মহারাষ্ট্র নিবাসে দলীয় আলোচনায় তাঁর নামই উঠে আসে | দলের রাজ্য সম্পাদক সুব্রত বক্সি মেয়র হিসেবে ফিরহাদের নাম ঘোষণা করেন | সকলের সমর্থন আছে কি না জানতে চান | একই প্রশ্ন করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও| সকলেই সমর্থন জানান | এরপরই আনুষ্ঠানিক সিলমোহর পড়ে ফিরহাদ হাকিমের মেয়র পদে | ডেপুটি মেয়র পদেও আনা হল অতীন ঘোষকে |মেয়রের দায়িত্ব পাওয়ার পর ফিরহাদ জানান, মমতা যে বিশ্বাস রেখেছেন, তাতে তিনি আপ্লুত | মৃত্যু পর্যন্ত নিজের জীবন দিয়ে মমতার বিশ্বাসের মর্যাদা রাখবেন | সেইসঙ্গে মেয়র হিসেবে নিজের প্রথম কাজ কী হতে চলেছে, তাও স্পষ্ট করে দেন ফিরহাদ | জানান, ভোটের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিল তৃণমূল, তার প্রতিটি পালন করা হবে|
পাশাপাশি আবারও পুরনিগমের চেয়ারপার্সন হচ্ছেন মালা | মমতা বন্দোপাধ্যায় জানান, অভিজ্ঞতা তো গুরুত্বপূর্ণ |তাই চেয়ারপার্সন পদে টানা ছ’বারের কাউন্সিলরকে বসানো হচ্ছে | তারই মধ্যে দু’জন ডেপুটি মেয়র করা হতে পারে বলে যে জল্পনা ছিল, সেই পথে হাঁটেনি তৃণমূল | ডেপুটি মেয়র করা হয়েছে অতীনকে | জল্পনামতো দেবাশিস কুমারকে ডেপুটি মেয়র করা না হলেও মেয়র ইন কাউন্সিলে সর্বপ্রথম তাঁর নামই ঘোষণা করেছেন মমতা | তাছাড়া আরও ১২ জনকে মেয়র ইন কাউন্সিল করা হয়েছে এই তালিকায় রয়েছেন –
দেবাশিস কুমার
দেবব্রত মজুমদার
তারক সিং
স্বপন সমাদ্দার
সন্দীপ রঞ্জন বক্সি
আমিরুদ্দিন ববি
মিতালী বন্দ্যোপাধ্যায়
সন্দীপন সাহা
অভিজিৎ মুখোপাধ্যায়
রাম পেয়ারে রাম
জীবন সাহা
বৈশ্বানর চট্টোপাধ্যায়
সেইসঙ্গে বৃহস্পতিবার ঘোষণা করা হয়েছে ১৬ টি বরো কমিটির চেয়ারম্যানের নাম | তাঁদের মধ্যে ন’জনই মহিলা |