Breaking News

টেট উত্তীর্ণদের ইন্টারভিউর নতুন তালিকাতেও ভুল, কলকাতা হাইকোর্টে স্বীকার করে নিল পর্ষদ!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ইতিমধ্যে প্রকাশিত হয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগে ইন্টারভিউর নতুন তালিকা | এরইমধ্যে সেই তালিকায় ভুল রয়েছে বলে আদালতে স্বীকার করল প্রাথমিক শিক্ষা সংসদ | যার ফলে সংসদের কর্তা ও আধিকারিকদের যোগ্যতা নিয়ে একপ্রকার প্রশ্ন উঠে গিয়েছে | বিষয়টি বার বার আদালতে আসায় এদিন বিরক্তি প্রকাশ করেছেন বিচারপতি অমৃতা সিনহাও | ভুল স্বীকার করে নিল প্রাথমিক শিক্ষা পর্ষদ | ২০১৪ সালের টেট উত্তীর্ণদের ইন্টারভিউয়ের লিস্ট প্রকাশ নিয়ে ভুল হয়েছে, কলকাতা হাইকোর্টে স্বীকার করে নিল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ | ২০ ডিসেম্বর বোর্ডের লিস্ট প্রকাশকে চ্যালেঞ্জ করে মামলা করা হয়েছিল হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে | সেই মামলায় বুধবার পর্ষদ স্বীকার করে নিল যে, ইন্টারভিউ লিস্ট প্রকাশে ত্রুটি ছিল | ২০১৪ সালের প্রাইমারি টেটে সম্প্রতি ৭৩৮ জন চাকরিপ্রার্থীর নামের তালিকা প্রকাশ করেছিল বোর্ড| সেই তালিকা প্রকাশের ঠিক একদিন পরেই মামলা দায়ের করা হয় | প্রসঙ্গত, ২০১৪ সালে যে টেট পরীক্ষা হয়, তাতে প্রশ্নভুলের একটা বিতর্ক তৈরি হয় | অনেকে অকৃতকার্য হন | এরপরই কলকাতা হাইকোর্টে গিয়েছিলেন বেশ কয়েকজন পরীক্ষার্থী | সেই মামলার প্রেক্ষিতে হাইকোর্টের নির্দেশ অনুসারেই ২০ ডিসেম্বর আরও ৭৩৮ জন চাকরিপ্রার্থীর নামের তালিকা পর্ষদের তরফে প্রকাশ করা হয়েছিল | কিন্তু এবার তাতেও ভুল | এই অভিযোগে দায়ের মামলায় বুধবার প্রাথমিক শিক্ষক সংসদের তরফে ভুল স্বীকার করে জানানো হয়, বেশ কিছু ক্ষেত্রে কিছু ভুল-ত্রুটি রয়ে গিয়েছে | সেগুলি সংশোধন করে নেবে সংসদ | বিচারপতি সিং প্রশ্ন করেন, বঞ্চিত প্রার্থীদের নিয়ে কী ভাবছে সংসদ তা বৃহস্পতিবারের মধ্যে আদালতে জানাতে হবে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *