Breaking News

‘কলকাতায় সংগঠন দুর্বল, তাই আশা ছিল না বিজেপির’পুরভোটে ভরাডুবি নিয়ে স্বীকারোক্তি দিলীপ ঘোষের!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- কলকাতা পুরসভা নির্বাচনে বিজেপির ভরাডুবির পর বৃহস্পতিবার সকালে প্রকাশ্যে সংগঠনের দুর্বলতা স্বীকার করে নেন দিলীপ ঘোষ | এদিন ইকোপার্কে সাংবাদিকদের মুখোমুখি হন দিলীপ ঘোষ বলেন, ‘‌পার্টির রদবদলের সঙ্গে ভোটের ফলের কোনও সম্পর্ক নেই | তৃণমূল কংগ্রেস একার কথায় চলে | কংগ্রেস এই করে উঠে গিয়েছে | বিজেপি ওরকম পার্টি না | বিজেপি বিধানসভা নির্বাচনে ৩৮ শতাংশ ভোট পেয়েছিল| অর্থাৎ বাংলার মানুষ বিজেপিকে স্বীকৃতি দিয়েছে |’‌এই হারের কারণ কী বলে মনে হয়?‌ এখানে দিলীপ ঘোষ বলেন, তিনি বলেন, “কলকাতায় আমরা কেউই বিশেষ কিছু আশা করিনি | কলকাতা ও আশপাশের এলাকায় আমাদের সংগঠন দুর্বল | ফলে আমরা বিরাট সাফল্য আশা করিনি | বিধানসভা ও লোকসভা ভোটেও কলকাতায় আমরা বিশেষ ভাল ফল করিনি | তৃণমূল জানত যে ওরা একশোর বেশি আসন পাবে|’কলকাতা পুরসভার ফল নিয়ে আপনার কী মনে হয়?‌ জবাবে দিলীপ ঘোষ বলেন, ‘‌পুরসভা নির্বাচনে বিধানসভার থেকে বেশি ভোট পড়েছে | আজগুবি ব্যাপার| পুরোটাই সাজানো | সিপিআইএম-কে তুলে আনার চেষ্টা হয়েছে | হাওড়া-সল্টলেকেও এভাবেই ভোট করার পরিকল্পনা চলছে|’‌পুরভোট সংক্রান্ত মামলায় আদালতের রায়ে মুখ পুড়ছে বিজেপির | তিনি জানিয়েছেন আদালতে কি হবে তা বোঝা যায় না |ত্রিপুরাতে আধা সেনা দিয়েছে| কিন্তু কলকাতা পুরভোটে দেয়নি |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *