Breaking News

কৃষকদের সরকারি প্রকল্পে থাবা বসিয়েছে তৃণমূল নেতারা অভিযোগ বিজেপির,প্রতিবাদে মালদহের চাঁচল-১ নং ব্লক দফতরে বিক্ষোভ বিজেপির!

অভিষেক সাহা, মালদহ :- তৃণমূলের নেতারা প্রকৃত কৃষকদের বঞ্চিত রেখে সরকারি খাতে ফসল বিক্রি করছে বলে অভিযোগ | তৃণমূলের নেতাদের মাধ‍্যমেই ধান বিক্রয় হচ্ছ | সরকারি কৃষি প্রকল্পগুলিতে কালোবাজারির রমরমা হয়ে উঠেছে | তৃণমূলের বিরুদ্ধে এমনটাই অভিযোগ শানাল বিজেপি | তারই প্রতিবাদে শুক্রবার মালদহের চাঁচল-১ নং ব্লক দফতরে বিক্ষোভ দেখালো বিজেপি |

যদিও বিজেপির কালোবাজারি করার দালালি করতে পারছে না,তাই এই অভিযোগ তুলেছে তারা,পাল্টা জবাব দিলেন শাসকদল | এদিন প্রায় আধ ঘন্টা বিক্ষোভের পর ব্লক দফতরে একটি স্মারকলিপিও জমা দেয় বিজেপি কর্মীরা | এদিন ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন মালদহ জেলা বিজেপি কমিটির সদস‍্য সুভাষ কৃষ্ণ গোস্বামী,বিজেপি নেতা অয়ন রায় ও প্রসেনজিৎ শর্মারা | এদিন বিজেপির ১১ নং জেলা পরিষদের পর্যবেক্ষক প্রসেনজিৎ শর্মা অভিযোগ করে বলেন, কৃষিক্ষেত্রে রাজ‍্য সরকারের প্রকল্প গুলিতে ব‍্যাপক হারে কালোবাজারি চলছে | সার,বীজ ও কীটনাশকের ব‍্যাপক কালোবাজারি চলছে | সরকারি উদাসীনতায় প্রকৃত কৃষকরা একাধিক প্রকল্পে বঞ্চিত থাকছে| যদিও কৃষকদের এই আন্দোলনকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল | চাঁচল ১২ নং জেলা পরিষদের সদস্য মোঃ সামিউল ইসলাম বলেন,এতদিন বিজেপিরাই কৃষক সেজে সরকারিভাবে ধান বিক্রি করত বলে অভিযোগ | তাঁর আরও বক্তব্য মুখ‍্যমন্ত্রী কৃষকদের জন্য উপযুক্ত ব‍্যবস্থা গ্রহণ করেছে | তারা এই সুযোগ পাচ্ছে না বলেই এমনটা বলছে, বিজেপির না আছে নীতি আদর্শ না আছে জনপ্রিয়তা |

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *