দেবরীনা মণ্ডল সাহা :- ফের বড়সড় ভাঙন বিজেপিতে | পুরসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বিজেপির জলপাইগুড়ি জেলা সহ-সভাপতি ধরতিমোহন রায় | একসময় তৃণমূলেই ছিলেন জলপাইগুড়ি জেলা প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন চেয়ারম্যান ধরতিমোহন রায় | কেন বিজেপি ছাড়লেন তিনি?এই বিষয়ে ধরতিবাবু বলেন, ‘তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলাম কিছু কারণেই | কিন্তু বিজেপিতে গিয়ে দেখলাম, ওখানে আমাকে একপ্রকার নিষ্ক্রিয় করে রাখা হয়েছিল | গুরুত্বহীন করে রাখা হয়েছিল | আর তৃণমূল কংগ্রেস ছাড়ার পরেও দলের পক্ষ থেকে সব সময়ই যোগাযোগ রাখা হয়েছিল |’ এই প্রসঙ্গে বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি অলোক চক্রবর্তী জানান ধরতিমোহনবাবু তৃণমূলে গুরুত্বপূর্ণ পদে ছিলেন | তাই তিনি বিজেপিতে যোগ দেবার পর আমরা তাঁকে যথেষ্ট গুরুত্ব দিয়ে জেলার সহ সভাপতি পদ দেওয়া হয়েছিল | তিনি আরও জানান, ওনার ধারণা ছিল তিনি বিধানসভায় টিকিট পাবেন | কিন্তু বিজেপিতে এভাবে টিকিট পাওয়া যায় না। তারপর থেকেই তিনি নিষ্কৃয় ছিলেন | প্রসঙ্গত, গত ২০১৬ বিধানসভা নির্বাচনে ধরতিমোহন রায় জলপাইগুড়ি বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে লড়াই করেন,কিন্তু হেরে যান | এরপরই দলীয় অন্তর্ঘাতের অভিযোগ তুলে বিজেপি যোগ দিয়েছিলেন ধরতিমোহন রায় | এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি শহরে| গত কয়েকমাস ধরে দলের সঙ্গে দূরত্ব তৈরি করছিলেন তিনি| এমনকি কানাঘুষো ছিল, তিনি তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছিলেন | অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে রবিবার বিকেলে তৃণমুল জেলা সভাপতি মহুয়া গোপের উপস্থিতিতে জলপাইগুড়ি তৃণমূল ভবনে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন |