দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- গ্রুপ-ডি কর্মীর মৃত্যু ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে | নিরাপত্তারক্ষীদের সঙ্গে চুক্তিভিত্তিক কর্মীদের হাতাহাতিতে ব্যাহত হয় পরিষেবা | গ্রুপ ডি কর্মীদের অভিযোগ, হাসপাতালের এমারজেন্সিতে যাওয়ার গেট বন্ধ থাকায় সময়মতো চিকিৎসা না হওয়ায় ওই কর্মীর মৃত্যু হয়েছে |এই অভিযোগ তুলে গ্রুপ ডি কর্মীরা নিরাপত্তারক্ষীদের উপর চড়াও হন | দু’পক্ষের হাতাহাতির মধ্যে নিরাপত্তারক্ষীদের ঘরে ভাঙচুর করা হয় বলে অভিযোগ | মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ গোটা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে |সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, রবিবার দুপুর নাগাদ অমর মল্লিক নামে হাসপাতালের এক চতুর্থ শ্রেণির কর্মী হৃদরোগে আক্রান্ত হন | সহকর্মীরা তাঁকে এমারজেন্সি বিভাগে নিয়ে যাওয়ার চেষ্টা করেন | অভিযোগ, হাসপাতালের ৫ নং গেট বন্ধ ছিল | একমাত্র এই গেট দিয়ে দ্রুত এমারজেন্সি বিভাগে পৌঁছনো যায়। কিন্তু তা বন্ধ থাকায় অনেকটা ঘুরে তাঁদের পৌঁছতে হয়েছে | জরুরি বিভাগে অমরবাবুকে ভর্তি করা হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন | সহকর্মীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সহকর্মীরা রীতিমতো ক্ষিপ্ত হয়ে ওঠেন| নিরাপত্তারক্ষীদের ঘরে ঢুকে তাঁদের উপর হামলা চালায় গ্রুপ ডি কর্মীরা | চেয়ার, টেবিল ভাঙচুরেরও অভিযোগ পাওয়া গিয়েছে| এ নিয়ে কর্তৃপক্ষের বক্তব্য, শুধুমাত্র এদিনই পাঁচ নম্বর গেট বন্ধ ছিল বা বন্ধ করে রাখা হয়েছিল, এরকম একেবারেই নয়। রবিবার দিন এমনিতেই পাঁচ নম্বর গেট বন্ধ থাকে। পাল্টা অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীদের বক্তব্য, এই গেটটি ডেপুটি সুপার বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন | তাই সেটি বন্ধ ছিল | এই নিয়ে তুমুল বাকবিতণ্ডার জেরে এদিন মেডিকেল কলেজ চত্বরে উত্তপ্ত হয়ে ওঠে পরিবেশ | চুক্তিভিত্তিক কর্মীরা জানিয়েছেন, সোমবার বিক্ষোভ দেখাবেন | প্রয়োজন পড়লে তাঁরা কর্মবিরতির পথে হাঁটারও হুমকি দিয়েছেন |