Breaking News

লোকায়ুক্ত হিসাবে অসীম রায়ের নাম চূড়ান্ত করল রাজ্য,বিধানসভায় নাম চূড়ান্ত করল সরকার!

প্রসেনজিৎ ধর , কলকাতা :- সোমবার রাজ্য বিধানসভায় বৈঠকের মাধ্যমে ঠিক হল পশ্চিমবঙ্গের লোকায়ুক্ত | এই পদের জন্য এদিন প্রাক্তন বিচারপতি অসীম রায়ের নাম ঠিক করা হয়েছে | বিধানসভা সূত্রে খবর, মমতা বন্দ্যোপাধ্যায় ও বিধানসভা স্পিকারের বৈঠকে এই নামই চূড়ান্ত হয়েছে | লোকায়ুক্ত নিয়ে সোমবার স্পিকারের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| বিধানসভা ভবনে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের দফতরে এই বৈঠক হয়েছে |
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী, স্পিকার ও বিরোধী দলনেতার আলোচনার ভিত্তিতে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও সদস্য নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয় | ওই কমিটির আলোচনার ভিত্তিতে নিয়োগে চূড়ান্ত অনুমোদন দেন রাজ্যপাল | সেই কমিটির বৈঠকের জন্য আগে থেকেই নোটিস জারি হয়েছিল | সেই নোটিস পেয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্য সরকারকে পাল্টা চিঠি দিয়ে জানতে চেয়েছিলেন লোকায়ুক্ত ও মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পদের জন্য কাদের নাম ভাবা হচ্ছে এবং কেন ভাবা হচ্ছে | যদিও সেই চিঠির কোনও উত্তর রাজ্য সরকার দেয়নি | এদিন শুভেন্দু ছাড়া কমিটির সব সদস্যই বৈঠকে উপস্থিত ছিলেন | বিরোধী দলনেতার অভিযোগ, রাজ্যের প্রস্তাবিত নাম দেখে তিনি বিকল্প প্রস্তাব দিতে পারেন | কিন্তু, নবান্নে সেকথা জানিয়ে চিঠি দিলেও প্রত্যুত্তরে কোনও পদক্ষেপ করেনি রাজ্য সরকার | তবে রাজ্যের পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় অসুস্থ থাকায় তিনি ভার্চুয়ালি এই বৈঠকে যোগ দেন | এই নাম চূড়ান্ত করার পর আজ বিধানসভায় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানান, কমিটি যে নাম চূড়ান্ত করেছে তাতে রাজ্যপালের সম্মতি জানানো নিয়ম | সংবিধানে সেটাই বলা আছে | এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‌জাতীয় মানবাধিকার কমিশনের যে নিয়ম সেটাই আমরা মেনে চলি|’‌একইসঙ্গে রাজ্যের মানবাধিকার কমিশনের পরবর্তী চেয়ারম্যান হিসেবে অবসরপ্রাপ্ত বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্যর নাম ঠিক করা হয়েছে | কমিশনের সদস্য হিসাবে শিবকান্ত প্রসাদের নামও ঠিক হয়েছে | তবে এই ৩ নামই চূড়ান্ত নয় | কেননা এবার রাজ্য সরকারের তরফে এই ৩ পদের জন্য ওই ৩জনের নাম প্রস্তাব আকারে পাঠানো হবে রাজভবনে | সেখানে রাজ্যপাল তা অনুমোদন করলে তবেই তা চূড়ান্ত হবেন ও ওই ৩জন সংশিষ্ট পদে যোগদান করবেন |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *