Breaking News

আগামীকালই গঙ্গাসাগরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী,আবহাওয়ার খামখেয়ালিপনায় সতর্ক নবান্ন, তাই মুখ্যমন্ত্রীর গঙ্গাসাগর সফরের সূচি পরিবর্তন!

দেবরীনা মণ্ডল সাহা :- গঙ্গাসাগর মেলার প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখতে মঙ্গলবারই গঙ্গাসাগরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় | প্রথমে কথা ছিল ২৯ ডিসেম্বর গঙ্গাসাগরে যাবেন তিনি | তবে খামখেয়ালি আবহাওয়ার জন্য সেই সূচিতে কিছুটা বদল আনা হয়েছে| আগামী বুধবার গঙ্গাসাগরে যাওয়ার কথা ছিল তাঁর | তবে পশ্চিমি ঝঞ্ঝার জেরে বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস | সে কারণেই সফরসূচিতে বদল করা হয়েছে | বুধবার নয়, মঙ্গলবারই গঙ্গাসাগরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী| দুপুর আড়াইটে নাগাদ কলকাতা থেকে রওনা হবেন,তিনটে নাগাদ গঙ্গাসাগরে পৌঁছনোর কথা | ওইদিনই কপিল মুনির আশ্রমে পুজো দেওয়ার কথা | গঙ্গাসাগর মেলার প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখবেন| তিনদিনের সফরে প্রশাসনিক বৈঠকও রয়েছে তাঁর |গঙ্গাসাগরে ২৮, ২৯ এবং ৩০ ডিসেম্বর এই তিনদিনের কর্মসূচি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের | সোমবারই বিধানসভায় একথা জানান মমতা বন্দ্যোপাধ্যায় | জেলা প্রশাসন বিবৃতি দিয়ে জানিয়েছে, মেলা চত্বরে ১৯১০ টি শয্যা সম্পন্ন ১৩ টি হাসপাতাল, ৫ টি আইসোলেশন ওয়ার্ড, ২৩৫ টি শয্যা সম্পন্ন ৪ টি সেফ হোম, ৫০০টি শয্যা সম্পন্ন কোভিড হাসপাতালের ব্যবস্থা করা হয়েছে | ইতিমধ্যেই আউট্রামঘাট আর গঙ্গাসাগর দ্বীপের মধ্যে ১৩টি হাসপাতাল গড়ে তোলা হয়েছে |প্রত্যেক হাসপাতালে কোভিড রোগীদের জন্য থাকবে ২৫ টি অ্যাম্বুলেন্স | এছাড়াও থাকছে ৩টি ওয়াটার অ্যাম্বুল্যান্স ও ১টি এয়ার অ্যাম্বুল্যান্স | কোনও রোগী গুরুত্বর অসুস্থ হয়ে পড়লে থাকবে গ্রিন করিডোরের ব্যবস্থাও | শিশুদের জন্য থাকছে ৯২ টি শয্যার ব্যবস্থা | কাকদ্বীপ ও রুদ্রনগর হাসপাতালেও করোনা আক্রান্ত শিশুদের জন্য বিশেষ শয্যার ব্যবস্থা করা হচ্ছে | তবে এবার সাগরে নেমে স্নান করার ছাড়পত্র এখনও প্রশাসনের তরফে দেওয়া হয়নি, ই-স্নানেই জোর দেওয়া হচ্ছে | অবশ্য শুধু ই-স্নান নয়, এবার ড্রোনের মাধ্যমেও স্নানের ব্যবস্থা থাকছে | অর্থাৎ ড্রোনের মাধ্যমে পুণ্যার্থীদের ওপর সাগরের জল ছেটানোর ব্যবস্থা করা হচ্ছে | গঙ্গাসাগর মেলার জন্য বিশেষ প্রস্তুতি প্রশাসনের | পাশাপাশি তীর্থযাত্রীদের পুণ্য অর্জনে যাতে কোনও সমস্যা না হয় সেদিকেও সতর্ক দৃষ্টি রয়েছে প্রশাসনের |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *