Breaking News

গঙ্গাসাগর মেলার জন্য অতিরিক্ত বাস-ট্রেন,নবান্ন থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর,তীর্থযাত্রীদের জন্য থাকছে বিমার ব্যবস্থা!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- গঙ্গাসাগরে মেলা নিয়ে প্রস্তুতি বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| গঙ্গাসাগর মেলার জন্য থাকছে অতিরিক্ত ২২৫০ টি সরকারি বাস |গঙ্গাসাগর মেলার জন্য ময়দান প্রাঙ্গনে আরটিপিসিআর টেস্ট বাধ্যতামূলক মেলা প্রাঙ্গন পরিষ্কার রাখার জন্য ১০ হাজার শৌচালয়, ১০ টি অস্থায়ী দমকল কেন্দ্র গড়তে হবে ঘোষণা মুখ্যমন্ত্রীর | এদিনের বৈঠকে উপস্থিত রেলের কর্তাদের সঙ্গে আলোচনার পর মুখ্যমন্ত্রী জানান, হাওড়া এবং শিয়ালদহ-নামখানায় অতিরিক্ত ট্রেন চলবে |থাকবে ৭০টি বাড়তি ট্রেন| এছাড়া দুর্ঘটনা রুখতে বিশেষ ব্যবস্থা নিয়েছে রাজ্য |খবর পেলেই দুর্ঘটনাস্থলে পৌঁছে যাবেন ভলান্টিয়ার্সরা | ভিড় সামাল দেওয়ার জন্য এবার ৫১ কিলোমিটার ব্যারিকেট দেওয়া হচ্ছে,বসানো হচ্ছে ১০৫০টি সিসিটিভি বসানো হচ্ছে | অগ্নিকাণ্ড রুখতে থাকছে ২৫টি ইঞ্জিন | সঙ্গে থাকছে ২০টি নজরদারি ড্রোন, জিপিএস গাইডেড মনিটারিং, ইন্ট্রিগেটেড কন্ট্রোল রুম থাকছে | তীর্থযাত্রীদের জন্য থাকছে ৫ লাখ টাকা বিমা | এটি লাগু থাকবে ৮ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত | মেলায় আগত সবার জন্য এটি প্রয়োজ্য | এমনকি ভারত সেবাশ্রম সংঘ সহ ১৪০টি এনজিওর তরফে ৬৫০০ স্বেচ্ছাসেবক থাকবে | শুধু তাই নয় অনলাইনে থাকছে ই-দর্শন | এছাড়াও অনলাইনে অর্ডার করলে দেশের যে কোনও প্রান্তে গঙ্গাসাগরের পবিত্র জল ও প্রসাদ পৌঁছে দেওয়া হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী | দুর্ঘটনা মোকাবিলায় থাকছে ২১০০ সিভিল ডিফেন্সের কর্মী মোতায়েন থাকবে | এছাড়াও থাকবে অন্যান্য স্বেচ্ছাসেবকরা | থাকছে ৬০০ বেডের একটি কোভিড হাসপাতাল থাকছে, থাকছে ৮চি সেফ হোম, ৫টি আইসোলেশন সেন্টার ও ১১টি কোয়ারেন্টাইন সেন্টারও |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *