Breaking News

চার পুরনিগমে নির্বাচন ২২ জানুয়ারি,২৫ জানুয়ারি ফল, ঝুলে রইল‌ হাওড়ার ভাগ্য!

প্রসেনজিৎ ধর,কলকাতা :- বিধাননগর, শিলিগুড়ি, চন্দননগর এবং আসানসোল কর্পোরশনে ভোটের নির্ঘণ্ট ঘোষণা হল আজ |তবে হাওড়ার ভোট নিয়ে অব্যাহত অনিশ্চয়তা | সোমবার সাংবাদিক বৈঠকে রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস জানান, রাজ্য সরকারের সঙ্গে আলোচনার ভিত্তিতে চারটি পুরনিগমের ভোটের দিন ঘোষণা করা হয়েছে | হাওড়া নিয়ে অবস্থান স্পষ্ট করেনি রাজ্য | তাই হাওড়া পুরনিগমের ভোট নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি | সোমবার থেকেই লাগু হবে আদর্শ আচরণবিধি | ২৮ ডিসেম্বর থেকে মনোনয়ন জমা দেওয়া যাবে | ৩ জানুয়ারি মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন | ৪ জানুয়ারি মনোনয়ন স্ক্রুটিনির দিন | ৬ জানুয়ারি মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন | ২২ জানুয়ারি রাজ্যের ৪টি কর্পোরেশনে ভোট | ২৫ জানুয়ারি ফলাফল ঘোষণা | কমিশন জানিয়েছে, রাজ্যের সঙ্গে আলোচনা করেই ভোটের দিন ঘোষণা | সমস্ত বুথে থাকবে সিসি ক্যামেরা থাকবে | ৪ জানুয়ারি আইনশৃঙ্খলা নিয়ে বৈঠক হবে |১ নভেম্বরের তালিকা অনুযায়ী ভোট হলে জানুয়ারিতে যিনি ভোটার হবেন তাঁরা তালিকাভুক্ত হবেন না | এ বিষয়ে রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস বলেন, “আইন মোতাবেক আমি নির্বাচন কমিশনের প্রকাশিত তালিকাকেই গ্রহণ করতে পারি |” এই ভোটার তালিকা নিয়ে ইতিমধ্যেই একটা বিতর্ক দানা বেঁধেছে | বিরোধীদের দাবি, ৫ জানুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে | কেন কিছুদিন অপেক্ষা না করেই ভোট করাচ্ছে কমিশন | এদিন পুরভোট নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের সর্বদল বৈঠক ছিল | মাঝপথে সেই বৈঠক বয়কট করে বেরিয়ে যায় সমস্ত বাম শরিক দল | অন্যদিকে কংগ্রেস, বিজেপিও এই বৈঠক বয়কট করে সোমবার | এদিন ১১১টি পুরসভার ভোট প্রস্তুতি নিয়ে বৈঠক ডেকেছিল নির্বাচন কমিশন | বিরোধীদের দাবি, তৃণমূল যাতে এক চেটিয়া ভোট করতে পারে সেই কারণে এই ভাবে নির্বাচন করতে চাইছে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *