দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ফের রাজ্যপাল জগদীপ ধনখড়ের টুইটে প্রবল হয়ে উঠল রাজভবন-নবান্ন সংঘাত | এদিন টুইট করে মুখ্যমন্ত্রী কে কার্যত খোঁচা দিলেন তিনি | “রাজা বসে আছেন”, মুখ্যমন্ত্রীর এই বক্তব্যে স্তম্ভিত তিনি এমনটাই জানিয়েছেন রাজ্যপাল | পরপর তিনটি টুইট করেছেন রাজ্যপাল | টুইটে রাজ্যপাল লিখেছেন, “বিস্মিত! গত ১৬ ডিসেম্বর গোয়া সফরে গিয়ে এ কী ধরনের শব্দবন্ধ ব্যবহার করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? ‘রাজভবনের এক রাজা’ এটা কী ধরনের শব্দবন্ধ! মুখ্যমন্ত্রী কি জানেন না, রাজ্যপালের পদ একটি সাংবিধানিক পদ এবং এই দায়িত্ব একটি সাংবিধানিক দায়িত্ব!”
অন্য আরেকটি টুইটে ধনখড় লিখেছেন, “মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপালকে নিয়ে যে ধরনের মন্তব্য করেছেন তা অত্যন্ত কুরুচিপূর্ণ ও অপমানজনক। এ ধরনের মন্তব্য করে ওঁ কেবল অপমানই করেননি সাংবিধানিক পদমর্যাদা ক্ষুণ্ণ করেছেন। এই ধরনের মন্তব্য সংবিধান বিরোধী।”
আরও একটি টুইটে প্রায় অনুরূপ বার্তা দিয়েছেন রাজ্যপাল | এ প্রসঙ্গে আইনের নির্দিষ্ট ধারার কথা উল্লেখ করে ধনখড়ের অভিযোগ, মুখ্যমন্ত্রী ১৬৭ নং ধারা অনুযায়ী নিজের কর্তব্য় পালন করছেন না, আমলাতন্ত্রকে ক্রমশ রাজনীতিকরণের পথে হাঁটছেন। রাজ্যপালের এই টুইট খোঁচা পাল্টা জবাবও দিয়েছে শাসকদল | তৃণমূলের মুখপাত্র তথা রাজ্য সম্পাদক কুণাল ঘোষের বক্তব্য,”রাজ্যপাল পদটি একটি সাংবিধানিক পদ এবং মর্যাদাপূর্ণ পদ| তাকে আমরা নিশ্চিতভাবে সম্মান করি | কিন্তু ব্যক্তিগতভাবে জগদীপ ধনখড় যা করছেন, তিনি বিজেপির প্রতিনিধিত্ব করছেন | ওনার কোনও সম্মানবোধ নেই, মান নেই | যে পদে উনি বসে আছেন তাঁর সম্মান উনি ভূলুণ্ঠিত করছেন | ফলে যখন তিনি রাজনৈতিক অবতারে অবতীর্ণ হয়ে সেই ভুমিকা পালন করছেন তখন তো সমালচনা শুনতেই হবে |”