Breaking News

‘কলকাতা পুরভোটের পাপ ধুতে গিয়েছেন গঙ্গাসাগরে মমতা বন্দ্যোপাধ্যায়’,মমতাকে কটাক্ষ দিলীপ ঘোষের!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- ফের বিস্ফোরক দিলীপ ঘোষ | কলকাতা পুরনির্বাচনের পাপ ধুতে গঙ্গাসাগরে গিয়েছেন | এমনই ভাষায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানালেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ | মঙ্গলবার গঙ্গাসাগরের সফরের সময় মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান কপিল মুনি আশ্রমের মহন্ত | বুধবার সকালে নিউ টাউনের ইকোপার্কে দিলীপ বলেন, ‘দেখুন মহন্ত তো | তিনি (কপিল মুনি আশ্রমের মহন্ত) তো রাজনীতি বোঝেন না | স্বাভাবিকভাবে সবাইকে আশীর্বাদ করেন | সেই হিসেবে করেছেন | কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে কর্পোরেশনের পাপ ধুতে ওখানে স্নান করতে গিয়েছেন, সেটা তো উনি (কপিল মুনি আশ্রমের মহন্ত) জানেন না | প্রতিবার একটা নির্বাচন হয় | যে হিংসা হয়, খুন হয়, তার প্রায়শ্চিত্ত করতে কোথাও না কোথাও মন্দিরে পুজো দেন উনি (মমতা) | স্নান করেন | মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা নতুন স্ট্র্যাটেজি (কৌশল) | সেটাই হয়েছে|’গঙ্গাসাগর মেলার কোনো দায়িত্ব কেন্দ্র নেয় না, এই অভিযোগ তুলে কেন্দ্রীয় সরকারকে আক্রমন করেন মমতা বন্দ্যোপাধ্যায় | সেই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, গঙ্গাসাগর মেলায় বাইরে থেকে যে লোক আসে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা হয় বলে অভিযোগ করেছেন দিলীপ | তিনি দাবি করেন যে বাইরে থেকে আসা মানুষের কাছে অতিরিক্ত ভাড়া নেওয়া হয় এবং অন্যদিকে জেটি ভেঙে পড়ে যায় | কোনও ডিসিপ্লিন না থাকার অভিযোগও করেছেন তিনি | দিলীপ বলেন রাজ্য সরকার চাইলেই কেন্দ্র সাহায্য করবে কিন্তু তার জন্য সদিচ্ছা থাকতে হবে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *