দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ফের তীব্র রাজ্য-রাজ্যপাল সংঘাত | নিয়ম না মেনে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ করা হয়েছে | নিয়মবহির্ভূতভাবে উপাচার্য নিয়োগ করে আইনের অবমাননা করেছে রাজ্য সরকার এবং সংশ্লিষ্ট দফতরের অনুমতি নেওয়া হয়নি,এমনটাই অভিযোগ করছেন রাজ্যপাল জগদীপ ধনখড় | এই নিয়োগ অবিলম্বে প্রত্যাহার না করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে টুইটও করেছেন তিনি| টুইটে যে তালিকা প্রকাশ করেছেন রাজ্যপাল সেখানে তিনি ২৪টি রাজ্য সরকারি বিশ্ববিদ্যালয়ের নাম দিয়েছেন | যার মধ্যে কলকাতা, যাদবপুর, প্রেসিডেন্সি, বর্ধমানের মত স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের নামও রয়েছে | রাজ্যপালের দাবি এই ২৪টি বিশ্ববিদ্যালয়ে নিয়োগের ক্ষেত্রে আইন মানা হয়নি | এদিন তিনি টুইটে লেখেন, ‘অনুমোদন ছাড়াই ২৪টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করা হয়েছে | সুনির্দিষ্ট আদেশ অমান্য করে, আচার্যের অনুমতি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই এই নিয়োগ করা হয়েছে | এই নিয়োগের কোনও আইনি অনুমোদন নেই| দ্রুত প্রত্যাহার না করলে ব্যবস্থা নিতে বাদ্য হতে হবে |’ এই টুইট তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করেছেন এবং রাজ্যের ৯টি বিশ্ববিদ্যালয়ের নাম উল্লেখ করেছেন | রাজ্যপালের মতে উপাচার্য নিয়োগের ক্ষেত্রে আচার্যের সম্মতি লাগে | এই ২৪টি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এই সম্মতি নেওয়া হয়নি |এই পরিস্থিতিতে দাঁড়িয়ে, তার টুইটে জগদীপ ধনখড় স্পষ্ট জানিয়ে দিয়েছেন, উপাচার্য নিয়োগের এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করা না হলে নির্দিষ্টভাবে ব্যবস্থা নেওয়া হবে | এই নিয়ে অস্বস্তিতে পড়েছে রাজ্য সরকার বলে মনে করা হচ্ছে | সম্প্রতি রাজ্যপালকে আচার্য পদ থেকে সরিয়ে মুখ্যমন্ত্রীকে বসানোর কথা বলেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু |