প্রসেনজিৎ ধর, কলকাতা :- সল্টলেকের নয়াপট্টি এলাকায় একটি ডাস্টবিনে আচমকা বিস্ফোরণ হল বৃহস্পতিবার সকালে, এর জেরে গুরুতর আহত হয়েছে দুটি শিশু | তাঁদের দ্রুত উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় | ঘটনার পর নয়াপট্টিতে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে | বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ ঘটনাটি ঘটে| খেলতে খেলতে ওই ডাস্টবিনের সামনে চলে যাওয়ায় গুরুতর আহত হয় দুই শিশু | আহতরা হল বুবাই দাস, বয়স ১১ এবং লোকেশ সরকার, বয়স ৯ | বিস্ফোরণের আওয়াজ পেয়ে এলাকাবাসী দুই শিশুকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন| সঙ্গে সঙ্গে তাঁদের বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় | সেখানেই তাঁদের চিকিৎসা হয় | ঘটনায় ত্রস্ত এলাকাবাসী |
এলাকাবাসীর অভিযোগ, ইকো-ফ্রেন্ডলি ভ্যাট হবে বলে ওই ডাস্টবিন বসানো হয়েছিল। কিন্তু ২০১৮ থেকে সেই ভ্যাট পরিষ্কার হয় না| স্থানীয় ওয়ার্ড কো-অর্ডিনেটরকে বলেও কোনও লাভ হয়নি | দীর্ঘদিন ভ্যাট সাফাই হয় না | এলাকায় মদ-জুয়া-গাঁজার আসর বসে | অভিযোগ জানালেও পুলিশ কোনও পদক্ষেপ নেয়নি | পুলিশ সূত্রে খবর, বিস্ফোরণস্থলে পুলিস এবং ফরেনসিক দল পৌঁছে গিয়েছে | ঘটনাস্থল থেকে ছোট ব্যাটারির নমুনা সংগ্রহ করেছে পুলিশ | তবে ঠিক কী ধরণের বিস্ফোরণ ছিল সেটা এখনই বলতে পারছেন না পুলিশ আধিকারিকরা |ঘটনাস্থলে পৌঁছে যান বিধাননগরের বিধায়ক তথা রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু | তিনি বলেন, আমি বিধাননগরের পুলিশ কমিশনারকে বলেছি ঘটনার দ্রুত তদন্ত করতে | পাশাপাশি শিশুদুটি এখন স্থিতিশীল রয়েছে বলেও জানান তিনি | সূত্রের খবর, সামনেই বিধাননগর নির্বাচন | সেই নির্বাচনে অশান্তি পাকাতে ওই এলাকায় বোমা মজুত করা হচ্ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে |