দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রাজ্যে বাড়ছে করোনার প্রকোপ|করোনা এবং ওমিক্রনের শৃঙ্খল ভাঙতে রাজ্য সরকার রবিবার একাধিক পদক্ষেপ করল | ৩ জানুয়ারি অর্থাৎ সোমবার থেকে কার্যকর হবে সমস্ত নিয়ম | রবিবার নবান্ন থেকে সাংবাদিক সম্মেলন করে একাধিক নিয়ম ঘোষণা করলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী | এক নজরে দেখে নেওয়া যাক কী কী নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে :-
- নাইট কার্ফু, ১০ টা থেকে পরের দিন ভোর পাঁচটা পর্যন্ত | শুধুমাত্র জরুরি পরিষেবাকে কার্ফুর আওতা থেকে বাদ রাখা হয়েছে |
- সন্ধ্যা সাতটার পর থেকে বন্ধ হবে লোকাল ট্রেন পরিষেবা | তবে দূরপাল্লার ট্রেন আপাতত বন্ধ হচ্ছে না|
- ৫০ শতাংশ যাত্রী বহন করা যাবে,এই নির্দেশ কার্যকর হবে মেট্রো রেলের ক্ষেত্রেও |
- সরকারের নির্দেশে সোমবার থেকে বন্ধ রাজ্যের সমস্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্য়ালয় | তবে চালু থাকবে ভ্যাকসিনেশন ক্যাম্পগুলো |
- সরকারি ও বেসরকারি সংস্থায় ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ করতে হবে |
- পিছিয়ে দেওয়া হল দুয়ারে সরকার কর্মীসূচি ১ ফেব্রুয়ারি পর্যন্ত|
- বাজার, শপিং মলে ৫০ শতাংশ মানুষ এক সময়ে ঢুকতে পারবেন |
- রাত ১০টা পর্যন্ত খোলা রেস্তোরাঁ এবং পানশালা | তবে গ্রাহক সংখ্যা সর্বাধিক ৫০ শতাংশ |
- সভা-সমাবেশে করা যাবে ৫০ শতাংশ লোক নিয়ে | সামাজিক অনুষ্ঠানের ক্ষেত্রে কার্যকর হবে এই নিষেধাজ্ঞা |
- রাত ১০টা পর্যন্ত ৫০ শতাংশ দর্শক নিয়ে চালু থাকবে সিনেমা, থিয়েটার |
- শবযাত্রায় সর্বোচ্চ ২০ জন থাকতে পারবেন |
- ৫-এর বেশি করোনা আক্রান্ত হলে মাইক্রো কনটেনমেন্ট জোন, কলকাতায় ১১টি জায়গা চিহ্নিত |
এই নিষেধাজ্ঞা ১৫ জানুয়ারি পর্যন্ত, পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার |