দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রাজ্যে করোনার গ্রাফ ক্রমশ বাড়ছে| ভাইরাসের দাপট রুখতে তৎপর রাজ্য প্রশাসন | ইতিমধ্যেই জারি কড়া বিধিনিষেধ | আর করোনার বাড়বাড়ন্তের কারণে ফের বন্ধ করে দেওয়া হল মঠের দরজা | বেলুড় মঠ কর্তৃপক্ষের তরফে টুইটে জানানো হয়েছে, “সকলের অবগতির জন্য জানানো হচ্ছে যে, পুনরায় না জানানো পর্যন্ত বেলুড় মঠ প্রাঙ্গন ভক্ত ও দর্শনার্থীদের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে | পশ্চিমবঙ্গ সরকারের ২.১.২০২২ তারিখের কোভিড-১৯ সংক্রান্ত নির্দেশিকা অনুসারে উপরোক্ত সিদ্ধান্তটি নেওয়া হয়েছে |”
এর আগে ১ জানুয়ারি থেকে ৪ জানুয়ারি পর্যন্ত ভক্তদের জন্য মঠের দরজা বন্ধ করা হয়েছিল৷ অর্থাৎ আগামী ৫ জানুয়ারি বেলুড় মঠ খোলার কথা ছিল | বেলুড় মঠ রামকৃষ্ণ মিশনের তরফে এই তথ্য জানানো হয় | এই নিয়ে সামাজিক মাধ্যমে একটি পোস্টও করা হয় মঠের পক্ষ থেকে | রবিবারই নবান্নের তরফে কড়া বিধিনিষেধ জারি করা হয় | করোনার থাবা রুখতে একাধিক পদক্ষেপ নেয় রাজ্য সরকার| সোমবার থেকে বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান | বাস চলাচল স্বাভাবিক,তবে সন্ধে সাতটার পর থেকে চলবে না লোকাল ট্রেন | মেট্রোতেও টোকেন দেওয়া হবে না কাউকেই | ওয়ার্ক ফ্রম হোমের উপরেই জোর দেওয়া হয়েছে। পর্যটন স্থলগুলি আপাতত বন্ধ | রবিবারই রাজ্যের মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী সাংবাদিক বৈঠক করে রাজ্যের সমস্ত দর্শনীয় স্থান বন্ধ রাখার নির্দেশ দেন | সেই মতই এবার অনির্দিষ্টকালের জন্য বন্ধ হল বেলুড় মঠ |