দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- অমিত শাহের সফরকালে বিজেপি যুব মোর্চার এক নেতার ঝুলন্ত দেহ উদ্ধার হল কাশীপুরে | কাশীপুর রেল কোয়ার্টারের ঘর থেকে অর্জুন চৌরাসিয়া (২৬) নামে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয় | তবে ঘরে কোনও সুইসাইড নোট মেলেনি | বিজেপি কর্মী ছিলেন ওই যুবক | ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য | ঘটনাস্থলে স্থানীয় পুলিশ ও জিআরপি আসে | স্থানীয়দের দাবি সিআইডি তদন্তের | চিৎপুর থানার পুলিশ ঘটনাস্থলে আসে| এলাকাবাসীরা ততক্ষণে দেহ ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেছে | রহস্যজনক ভাবে, সিলিং থেকে ফাঁস লাগানো হলেও মৃত যুবকের পা ছুঁয়ে ছিল মাটিতে | মাটিতে পা লেগে থাকলে মৃত্যু সম্ভব নয় |এলাকাবাসীদের দাবি, এটা আত্মহত্যা না, খুন | খবর লেখা পর্যন্ত জানা গিয়েছে, মৃতদেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে পুলিশ | পরিবারের অভিযোগ, খুন করা হয়েছে অর্জুনকে |পুলিশ সূত্রে জানানো হয়েছে, মৃতের পকেট থেকে মোবাইল ও ৫১০ টাকা পাওয়া গিয়েছে | কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি | এদিকে ঘটনার তদন্তে চিৎপুর থানার পুলিশ | পাশাপাশি তদন্তে নেমেছে জিআরপি | পুলিশ সূত্রে খবর, বিজেপির সক্রিয় কর্মী ছিলেন অর্জুন | বিধানসভা ও পুরসভা নির্বাচনে প্রচুর কাজ করেছেন| ঘটনাস্থলে আসে লালবাজার গোয়েন্দা বিভাগের সায়েন্টিফিক উইং | ঘটনাস্থলে গিয়ে ঘটনার প্রতিবাদে সরব হন বিজেপির উত্তর কলকাতা জেলা সভাপতি কল্যাণ চৌবে, সুভাষ সরকার-সহ একাদিক বিজেপি নেতা | তাঁদের অভিযোগ, পরিকল্পনা মাফিক মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে ওই বিজেপি কর্মীকে| অর্জুনকে খুন করা হয়েছে বলে দাবি বিজেপি সাংসদ দিলীপ ঘোষেরও |
তিনি বলেন, “এটা রাজনৈতিক হত্যা | দেশের স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন রাজ্যে| আজ কলকাতায় আসবেন তিনি | তখনও এই ঘটনা | আগে এভাবেই আমাদের একাধিক কর্মীকে হত্যা করা হয়েছে | স্বরাষ্ট্রমন্ত্রী আজ যেতে পারেন কাশিপুরে, আমিও যাব |” বিজেপি নেতার রহস্যমৃত্যুর ঘটনা নিয়ে টুইটারে তৃণমূল নেতা কুণাল ঘোষ লিখেছেন,
“তান্ত্রিকদের নরবলির মত | আত্মহত্যা, নাকি আসলে নিজেদেরই বিক্ষুব্ধ শিবিরের কাউকে শেষ করে ইস্যু তৈরির চেষ্টা? তাঁর সফরের মধ্যে হলে নাটক করার সুযোগও থাকছে | ওদেরই সুপরিকল্পিত চিত্রনাট্য নয় তো? জনবিচ্ছিন্ন সরীসৃপরা প্রচার আর কুৎসার জন্য আর কত নামবে? তদন্ত চলুক |”সূত্রের খবর, কাশীপুরে যেতে পারেন অমিত শাহ |
বিজেপি নেতার রহস্যমৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী|অমিত শাহ ছাড়াও কাশীপুরে যেতে পারেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় নেতা অমিত মালব্য |