প্রসেনজিৎ ধর, কলকাতা :- পিছিয়ে গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর | আগামী ১০,১১,১২ মে জেলা সফরের বদলে রাজ্যের মুখ্যমন্ত্রী সফরে আসছেন আগামী ১৭, ১৮,১৯ মে | রাজ্যে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অশনি’| আর সেই কারণেই পিছিয়ে গেল মুখ্যমন্ত্রীর জেলা সফর বলে সূত্রের খবর | পশ্চিম মেদিনীপুর দিয়ে এবারের জেলা সফর শুরু করার কথা ছিল মুখ্যমন্ত্রীর | তারপরে তাঁর বৈঠক ও সভা ছিল ঝাড়গ্রামে |নবান্ন সূত্রে খবর, আগামী ১৭ মে মেদিনীপুর কলেজিয়েট ময়দানে পশ্চিম মেদিনীপুরের জেলা প্রশাসনকে নিয়ে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায় | আর ১৮ মে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত স্তরের নেতাদের নিয়ে বৈঠক করবেন তিনি | যে কর্মসূচি ঠিক ছিল ১০ মে থেকে | সেটাই এক সপ্তাহের জন্য পিছিয়ে গেল | আগের সূচিটি স্বয়ং মুখ্যমন্ত্রীই জানিয়েছিলেন | জানা গিয়েছে, আগামী ১৭ মে মুখ্যমন্ত্রী পৌঁছে যাচ্ছেন পশ্চিম মেদিনীপুরে| পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে প্রশাসনিক বৈঠক ও দলীয় বৈঠক করবেন ১৯ মে পর্যন্ত | জেলা সফরে প্রথমদিন প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী | দ্বিতীয় দিন তৃণমূল সুপ্রিমো করবেন দলীয় বৈঠক | দুই জেলার ক্ষেত্রেই একই কর্মসূচি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের | আগামী ১৭ মে পশ্চিম মেদিনীপুরে প্রশাসনিক বৈঠক করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | মুখ্যমন্ত্রী আগামী ১৭ মে উদ্বোধন করবেন পশ্চিম মেদিনীপুর প্রেস ক্লাবের নয়া ভবনের | মেদিনীপুর শহরের বার্জ টাউনে তৈরি হয়েছে প্রেস ক্লাব | মুখ্যমন্ত্রী ক্লাবের জন্য দিয়েছিলেন জমি | সরকারের পক্ষ থেকে করে দেওয়া হয়েছে সাংবাদিকদের সংগঠনের ভবন | তারই উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায় |পশ্চিম মেদিনীপুর সফরে এসেই তিনি ঘোষণা করতে পারেন কর্ণগড়ের প্রত্নতাত্ত্বিক মর্যাদার কথা | সূত্রের খবর, কর্ণগড় পেতে চলেছে হেরিটেজ জোন হিসেবে মর্যাদা | বিশেষ সূত্রের খবর অনুযায়ী, কর্ণগড়ের এই মর্যাদার জন্য আইন অনুযায়ী জারি হয়েছিল জমি সংক্রান্ত প্রথম ও দ্বিতীয় বিজ্ঞপ্তি | তবে কি ১৭ মে খাতায়-কলমে মর্যাদা পেতে চলেছে কর্ণগড়? উল্লেখ্য, ব্রিটিশ ভারতের প্রথম রাজনৈতিক বন্দিনী রানি শিরোমণি’র এই গড়কে প্রত্নতাত্ত্বিক ও হেরিটেজ মর্যাদা দেওয়ার জন্য বারবার আবেদন জানিয়েছিল ভালোবাসি কর্ণগড়, হেরিটেজ জার্নি ও রানি শিরোমণি ঐক্য মঞ্চ | মুখ্যমন্ত্রী নিজে নজর দিয়েছিলেন এই বিষয়ে | তৎপরতার সঙ্গে বিষয়টি দেখভাল করছিলেন রাজ্যের জল সম্পদ উন্নয়ন মন্ত্রী ড: মানস রঞ্জন ভূঁইয়া এবং রাজ্যের তথ্য ও সংস্কৃতিমন্ত্রী ইন্দ্রনীল সেন | আগামী ১৮ মে মেদিনীপুর কলেজ ও কলেজিয়েট মাঠে বুথস্তরে দলীয় বৈঠক করবেন তৃণমূল সুপ্রিমো | ওইদিনই তিনি রওনা হবেন ঝাড়গ্রাম জেলার উদ্দেশ্যে | আগামী ১৮ মে বিকেলে ঝাড়গ্রামে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী | পরের দিন আগামী ১৯ মে ঝাড়গ্রাম স্টেডিয়ামে তৃণমূল সুপ্রিমোর রয়েছে দলীয় কর্মসূচি | দুই জেলার বুথ লেভেল, বুথ সভাপতি, পঞ্চায়েত স্তর পর্যন্ত কর্মীদের সঙ্গে বৈঠক করবেন তৃণমূলের দলনেত্রী | পিংলার বিধায়ক অজিত মাইতি বলেন, ‘মুখ্যমন্ত্রীর সফরসূচি বদলের কথা আমাদের জানানো হয়েছে | প্রাকৃতিক দুর্যোগের কারণে এই বদল হয়েছে | তাই মুখ্যমন্ত্রীর গোটা সফরই পিছিয়ে দেওয়া হয়েছে | আগামী ১৭ ও ১৮ মে মুখ্যমন্ত্রীর বৈঠক হলে সবাই নির্বিঘ্নে যোগ দিতে পারবেন |’