Breaking News

সংগঠন জোরদার করতে ১১ মে একদিনের অসম সফরে যাবেন অভিষেক বন্দোপাধ্যায়!আপাতত বাতিল মেঘালয় সফর

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- আগামী ১১ মে অসম যাবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমনটাই দলীয় সূত্রে খবর | একদিনের সফরে রিপুন বোরা, সুস্মিতা দেবের সঙ্গে বৈঠক করবেন তিনি | সেদিনই আবার রাজ্যে ফিরে আসার কথা তাঁর | তৃণমূল সূত্রে জানা গিয়েছে, ২০২৪ এর লোকসভা নির্বাচনে অসম থেকে প্রার্থী দাঁড় করাতে চায় দল | তার আগে সেখানকার সংগঠন শক্তপোক্ত ভাবে দাঁড় করাতে চাইছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব | সেই সঙ্গে সেখানে বিজেপি বিরোধী শক্তিশালী কার্যকর জোট গঠন করতেও চায় তৃণমূল শীর্ষ নেতৃত্ব| এবার সেই জোটের সম্ভাবনা নিয়ে আলোচনা সারতেই একদিনের জন্য অসম যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়| আপাতত মেঘালয় যাচ্ছেন না অভিষেক | সে রাজ্যে সংগঠন গোছানোর দায়িত্ব রয়েছেন প্রাক্তন কংগ্রেস নেতা তথা বর্তমানে তৃণমূল বিধায়ক মানস ভুঁইঞা | তিনি নিয়মিত যাতায়াত করছেন | সূত্রের খবর, মুকুল সাংমার সঙ্গেও কথাবার্তা চালাচ্ছেন তিনি | এদিকে রিপুন বোরাকে অসম তৃণমূলের সভাপতি করার পর এবার ঘর গোছানোর কাজ শুরু করতে চায় তৃণমূল | তৃণমূল সূত্রের খবর, দ্রুত গুয়াহাটিতে রাজ্য সদর দফতর খোলার চেষ্টা করছে দল| রাজ্য তৃণমূলের যাবতীয় কাজকর্ম সেখানেই করা হবে | সুস্মিতা দেবের দাবি, তৃণমূলের নতুন রাজ্য দফতর খোলার পর সেখানেই অন্য দল থেকে আসা নেতাদের যোগদান করানো হবে| আসলে, ২০১৬ সালে ক্ষমতা হারানোর পর উত্তর-পূর্বের এই বড় রাজ্যটিতে ক্রমশ ক্ষয়িষ্ণু কংগ্রেস| গত বিধানসভা নির্বাচনে এআইইউডিএফের সঙ্গে জোট করেও হিমন্ত বিশ্বশর্মা তথা বিজেপিকে চ্যালেঞ্জ জানাতে পারেনি তারা| হাত শিবিরের সেই দুর্বলতাই সে রাজ্যে তৃণমূলের পথ সুগম করেছে বলে দাবি নেতৃত্বের | উল্লেখ্য, ত্রিপুরা ও মেঘালয়ে তৃণমূল কংগ্রেস সংগঠন তৈরি করেছে | সেখান থেকে খানিক সাফল্যও এসেছে | অসমেও কংগ্রেসের ভাঙন ধরায় তৃণমূল কংগ্রেসই বিকল্প বিরোধী | এই জায়গা থেকে তৃণমূল কংগ্রেসকে টেনে তুলে বিজেপির বিরুদ্ধে লড়াই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে | তাই এবার সেখানে সংগঠন কতটা মজবুত হল তা দেখতে অসম সফরে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় | একদিকে যখন কয়লা কাণ্ডে তাঁর এবং তাঁর পরিবারের বিরুদ্ধে সক্রিয় হচ্ছে সিবিআই, ঠিক তখনই বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে সংগঠনকে শক্তিশালী করতে অসম যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *