দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-কবিগুরুর জন্মজয়ন্তীর দিনেই পশ্চিমবঙ্গ বাংলা অ্যাকাডেমির বিশেষ পুরষ্কার পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং ইন্দ্রনীল সেন ঘোষণা করেছেন বিশেষ এই পুরস্কারের কথা | তাতে সম্মত হয়েছেন বাংলা আকাডেমির সকল সদস্যই | এদিন রবীন্দ্রসদনে ‘কবি প্রণাম’ অনুষ্ঠানের আয়োজন করেছিল বাংলা আকাডেমি | সেই অনুষ্ঠানে এই প্রথম ঘোষণা করা হল এই পুরস্কারের | এইবারে পুরস্কার পেয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | বাংলা আকাডেমি তাঁর নাম নির্বাচিত করেছে তাঁর লেখা একটি কাব্যগ্রন্থের জন্য | মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম প্রস্তাব করা হয়েছিল তাঁর লেখা ‘কবিতা বিতান’ কাব্যগ্রন্থের জন্য |
একদিকে প্রশাসনের সর্বময় কর্ত্রী তিনি| অন্যদিকে ‘নিরলস সাহিত্য সাধনা’ | এই জন্য পশ্চিমবঙ্গ বাংলা অ্যাকাডেমির বিশেষ পুরষ্কার পেলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | চলতি বছরের এই বিভাগে পুরস্কার প্রাপক তিনিই | মঞ্চে উপস্থিত থাকলেও এদিন তিনি পুরস্কার গ্রহণ করতে ওঠেননি | সেই পুরস্কার মুখ্যমন্ত্রীর হয়ে গ্রহণ করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু | এদিন বাংলা সাহিত্যে অবদানের জন্য সম্মানিত হয়েছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়, বাংলা ভাষায় বিজ্ঞান রচনার জন্য সম্মানিত হয়েছেন বিকাশ সিংহ | বাংলা ব্যতীত অন্য ভাষায় বাংলা ও বাঙালি বিষয় নিয়ে লেখার জন্য সম্মানিত হয়েছেন ফ্র্যাসো ভট্টাচার্য | উল্লেখ্য, এবারের কলকাতা বইমেলায় একাধিক বই প্রকাশ হয়েছিল মুখ্যমন্ত্রীর| এমনকী সেই সব বই হট কেকের মতো বিক্রি হয়েছে | মুখ্যমন্ত্রীর বই এই হারে বিক্রি হতে থাকায় চাপে পড়ে যায় অন্যান্য প্রকাশকরা | এখানে কবিতা বিতান সর্বাধিক বিক্রি হয়েছে |