দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- আগামী ৪৮ ঘন্টার মধ্যেই সাগরের বুকে কার্যত বিলীন হয়ে যেতে চলেছে ‘অশনি’ | স্বাভাবিকভাবেই দেশের পূর্ব উপকূলের রাজ্যগুলি অর্থাৎ অন্ধ্রপ্রদেশ,ওড়িশা ও বাংলায় উদ্বেগ অনেকটাই কমতির পথে | বরঞ্চ এই নিম্নচাপের হাত ধরে প্রবল বৃষ্টির মুখ পড়তে চলেছে অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা এলাকা | প্রবল বৃষ্টি হবে দক্ষিণ ও মধ্য ওড়িশার জেলাগুলিতে এমনটাই পূর্বাভাস | তবে চলতি সপ্তাহে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে | কেননা এই ঘূর্ণিঝড়ের হাত ধরে সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে দক্ষিণবঙ্গের পরিমণ্ডলে | আর তার হাত ধরেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় | সঙ্গে থাকবে দমকা ঝোড়ো হাওয়া | মঙ্গলবার সকালে হাওয়া অফিসের বুলেটিন অনুযায়ী, কলকাতাও ভিজবে বৃষ্টিতে | বিপর্যয় মোকাবিলায় সবরকমভাবে প্রস্তুত রাজ্য সরকার | ইতিমধ্যে নবান্নে খোলা হয়েছে কন্ট্রোলরুম | কলকাতা পুরসভার তরফে একাধিক সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে| দিল্লির মৌসম ভবন জানিয়েছে, মঙ্গলবার সকাল ‘অশনি’ গভীর নিম্নচাপ হিসাবে অবস্থান করছে অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া থেকে ৩৩০কিমি দূরে | বিশাখাপত্তনম থেকে তার দূরত্ব ৩৫০কিমি | কার্যত ‘অশনি’র শক্তিক্ষয়ের পালা শুরু হয়ে যাওয়ার পাশাপাশি তার গতিবেগও কমেছে বিস্তর | এখন মাত্র ৬কিমি বেগে তা উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। আবহাওয়াবিদদের দাবি, অন্ধ্রপ্রদেশের উপকূলের ১০০কিমির মধ্যে এসে বাঁক নেবে ‘অশনি’ | তাতে তার শক্তিক্ষয় আরও দ্রুত হবে | তার জেরে ওড়িশার উপকূলের সঙ্গে সমান্তরাল ভাবে এগোনোর সঙ্গে সঙ্গে দ্রুত শক্তিক্ষয় হবে ‘অশনি’র | তাই তার আর ল্যান্ডফলের আশঙ্কা নেই | আবহাওয়া দফতরের বুলেটিনে জানানো হয়েছে, ১০ থেকে ১৩ মে দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনার, হাওড়া, কলকাতায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে | তবে ১২ তারিখ পর্যন্ত নদিয়া, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে | মঙ্গলবার রাতের মধ্যে ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে অন্ধ্র-ওড়িশা উপকূলে |
উপকূলের জেলা কাঁকিনাড়ার কাছাকাছি এই মুহূর্তে ‘অশনি’র অবস্থান| যার প্রভাবে ইতিমধ্যেই অন্ধ্রে ফুঁসছে সমুদ্র। শ্রীকাকুলাম, বিজয়নগরম, বিশাখাপত্তনমে বৃষ্টি চলছে | দুর্যোগ এড়াতে হায়দরাবাদ থেকে ১০টি বিমান বাতিল করা হয়েছে |‘অশনি’র প্রভাব পড়েছে বঙ্গেও | কলকাতা ও সংলগ্ন জেলায় সকাল থেকে মেঘ ও রোদের লুকোচুরি | বিকেল থেকে বাড়তে পারে বৃষ্টি | বড় বিপদ এড়াতে কলকাতার পাশাপাশি হাওড়া পুরসভাতেও তৎপরতা তুঙ্গে | আগামী ৩ দিন ছুটি বাতিল করা হয়েছে। হাওড়া ও কলকাতা – দুই পুরসভাতেই খোলা হয়েছে কন্ট্রোল রুম | উপকূল এলাকায় মৎস্যজীবীদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে | অশনি, যার অর্থ সিংহলী ভাষায় ‘ক্রোধ’ | তবে অশনি কাঁটায় সিঁদুরে মেঘ দেখছেন উপকূলবর্তী এলাকা | এখন দেখার বাংলায় অশনি কতটা প্রভাব ফেলে |