Breaking News

গলায় ফাঁস লেগেই মৃত্যু অর্জুন চৌরাসিয়ার,হাইকোর্টে জমা পড়ল ময়নাতদন্তের রিপোর্ট!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- গলায় ফাঁস লেগেই মৃত্যু হয়েছে বিজেপি যুবনেতা অর্জুন চৌরাসিয়ার,অবশেষে জানা গেল মৃত্যুর কারণ | কলকাতা হাইকোর্টে বিজেপি যুব নেতার ময়নাতদন্তের এই রিপোর্টই পেশ করল আলিপুর ইস্টার্ন কম্যান্ড হাসপাতাল | আজ, মঙ্গলবার ময়নাতদন্তের রিপোর্ট নিয়ে কমান্ড হাসপাতাল থেকে তিনজন অফিসার আদালতে আসেন | আলিপুরের কম্যান্ড হাসপাতালে হওয়া সেই ময়নাতদন্তের রিপোর্ট এদিন জমা পড়েছে কলকাতা হাইকোর্টে| সেখানেই ওই রিপোর্টে বলা হয়েছে, গলায় ফাঁস লেগেই মৃত্যু হয়েছে | মেরে ঝুলিয়ে দেওয়ার ঘটনা ঘটেনি | শরীরে মেলেনি কোনও আঘাতের চিহ্নও | তবে অর্জুনের পরিবারের আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল জানিয়েছেন, আদালত জানিয়েছে অস্বাভাবিক মৃত্যু হিসাবেই ঘটনার তদন্ত হবে | সেই সঙ্গে তিনি ও অর্জুনের পরিবার জানিয়েছে তাঁরা ঘটনার সঠিক তদন্ত চাই | তাই সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হোক| ময়নাতদন্তের রিপোর্টে জানানো হয়েছে, গলায় ফাঁস লেগে ঝোলার কারণেই মৃত্যু হয়েছে অর্জুনের | ফাঁস লাগার আগে পর্যন্ত তাঁর দেহে প্রাণ ছিল | প্রাথমিক রিপোর্টে দাবি করা হয়েছিল, দেহে কোনও ধস্তাধস্তির চিহ্ন ছিল না | ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে লালবাজারের হোমিসাইড শাখার পুলিশ | সেই রাজ্য পুলিশের তদন্তেই আস্থা রাখল আদালত | ময়নাতদন্ত এবং ভিসেরা রিপোর্ট রাজ্যের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ | তবে পরিবার আবেদন জানালে তাঁদেরকে ময়নাতদন্তের রিপোর্ট তুলে দেওয়ারও নির্দেশ দিয়েছে আদালত | মামলাটির পরবর্তী শুনানি ১৯ মে | সেদিন তদন্তের গতিপ্রকৃতি সংক্রান্ত রিপোর্ট পেশ করতে হবে আদালত | গত শুক্রবার কাশিপুরে রেলের একটি পরিত্যক্ত কোয়ার্টারে মিলেছিল বিজেপির যুব নেতা অর্জুন চৌরাসিয়ার দেহ | ঘটনাচক্রে সেই সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বঙ্গ সফরে এসেছিলেন | অর্জুনের অস্বাভাবিক মৃত্যু নিয়ে সেদিন রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছিল | শাহ নিজেই ছুটে এসেছিলেন কাশীপুরে। কথা বলেছিলেন অর্জুনের পরিবারের সঙ্গে | সেই সঙ্গে দাবি জানিয়েছিলেন সিবিআই তদন্তের |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *