Breaking News

আলুর দাম কমানোর আশ্বাস দিল রাজ্য সরকার,১৫ দিনের মধ্যে আলুর দাম না কমলে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইবেন কৃষিমন্ত্রী!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রাজ্যে লাফিয়ে বেড়েছে আলুর দাম| এবার সেই দাম নিয়ন্ত্রণে রাখতে কড়া হচ্ছে নবান্ন | বুধবার এমনই ইঙ্গিত দিলেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় | বুধবার কৃষিমন্ত্রী বলেন, আলুর মূল্যবৃদ্ধি রুখতে মানুষের স্বার্থে কড়া পদক্ষেপ নেবে নবান্ন | দাম নিয়ন্ত্রণে আনা হবে কয়েকদিনের মধ্যেই| আনুমানিক ১৫- ২০ দিনের মধ্যেই সমস্যার সমাধান হবে বলে আশ্বাস দিয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায় | প্রয়োজনে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হবে বলেও জানান | এদিন কৃষিমন্ত্রী জানান, “যেহেতু এখনও কোল্ড স্টোরেজ থেকে আলু ছাড়েনি | আবার আবহাওয়ার খামখেয়ালিপনার জন্য সঠিক সময়ে আলু উৎপাদনও হয়নি | তাই দামটা বেড়েছে | আশা করছি, দিন ১৫-২০’র মধ্যে আলুর দাম কমবে|” তবে দাম না কমলে রাজ্য সরকার যে কড়া ব্যবস্থা নেবে তার ইঙ্গিতও দিয়ে রাখলেন মন্ত্রী|বললেন, “আমরা চেষ্টা করব দাম নিয়ন্ত্রণে আনার | নাহলে মুখ্যমন্ত্রীর দারস্থ হব। তবে আশা করছি দাম কমে যাবে |” এবার আলুচাষে চাষিদের ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী | তাঁর কথায়, “আবহাওয়ার জন্য আলুচাষে ক্ষতি হয়েছে | বিশেষ করে আলুর আকারে ক্ষতি হয়েছে | যদিও চাহিদার তুলনায় উৎপাদন বেশি হয়েছে|” কৃষিমন্ত্রী আরও জানান, “মুখ্যমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছিলেন যাতে আলু চাষিদের বিমা আগে দেওয়া যায়| সেই মোতাবেক এআইসিএল -কে আমরা অনুরোধ করি যাতে বিমাটা আগে দেওয়া যায় | ওরা রাজি হয়েছিলেন |”শোভনদেব আরও জানান, মোট ১ লক্ষ ৪৩ হাজার আলু চাষি ক্ষতিপূরণ পাবেন | যার মোট টাকার অঙ্ক ১১২.৮৮ কোটি টাকা | ইতিমধ্যে ৯৪ হাজার ৮৮৬ জন আলু চাষি ক্ষতিপূরণ পেয়ে গিয়েছেন | এই টাকার পরিমাণ ৬৩.৭৭ কোটি টাকা |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *