প্রসেনজিৎ ধর, কলকাতা :- স্বাস্থ্যসাথী কার্ডধারীদের চিকিৎসা করাতে অস্বীকার করলে সংশ্লিষ্ট বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে | বুধবার এই হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | পাশাপাশি যাতে রাজ্য সরকারের টাকা রাজ্যেই থাকে, তার জন্য স্বাস্থ্যসাথী কার্ডধারীদের চিকিৎসা দেওয়ার জন্য বিশেষ উদ্যোগী হওয়ার জন্যও বেসকারি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন তিনি | রাজ্যের প্রশাসনিক প্রধানের কথায়, ‘অন্য রাজ্যের চেয়ে রাজ্যের চিকিৎসা ব্যবস্থা যথেষ্টই ভাল | তাই রাজ্যের মানুষ রাজ্যের হাসপাতাল ও নার্সিংহোমগুলিতেই চিকিৎসা নিন |’ এদিন নবান্ন থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘যে সমস্ত নার্সিংহোম স্বাস্থ্যসাথী কার্ড ফিরিয়ে দিচ্ছে, এবার তাদের স্বাস্থ্য পরীক্ষা করব আমরা | সাধারণ মানুষ যেন স্বাস্থ্যসাথীর সুবিধা পায় | আমি আবেদন করব, বাইরে না গিয়ে এই রাজ্যেই চিকিৎসা করান | এখানে এখন সমস্ত চিকিৎসার ব্যবস্থা রয়েছে | কেউ স্বাস্থ্যসাথী কার্ড ফেরালে ‘রাফ অ্যান্ড টাফ’ হতে হবে | আইনি পথে কড়া পদক্ষেপ করতে হবে|’ বুধবার নবান্নে জেলাশাসক, মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী | সেখানেই আলোচনা হয় স্বাস্থ্যসাথী কার্ড নিয়েও| বৈঠকেই মুখ্যমন্ত্রী কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘স্বাস্থ্য দফতরকে বলা হয়েছে, যারা স্বাস্থ্যসাথী কার্ড নিচ্ছে না তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে | প্রয়োজনে লাইসেন্সও বাতিল করা হবে|’এদিন মুখ্যমন্ত্রী স্বাস্থ্য দফতরে নিয়োগ দ্রুত শেষ করতে নির্দেশ দেন| তিনি বলেন, ‘হেলথ রিক্রুটমেন্ট কমিটিকে স্পেশাল কেয়ার দিয়ে এটা করতে হবে | ডাক্তার, নার্স, প্যাথোলজিকাল কর্মীর প্রয়োজন | স্বাস্থ্য সচিবকে দ্রুত নিয়োগ শেষ করতে বলা হয়েছে | আর আমি চাই, রাজ্যের মানুষ স্বাস্থ্যসাথী কার্ড ব্যবহার করে রাজ্যের হাসপাতালেই চিকিৎসা করান |’বৈঠকে রাজ্যের বিভিন্ন হাসপাতালের স্বাস্থ্য কাঠামোর আরও কী করে উন্নতি করা যায়, তা নিয়ে কথা হয় | পাশাপাশি কেন্দ্রীয় সরকার ৮০০ নিত্যপ্রয়োজনীয় ওষেধের দাম বাড়ালেও যাতে হাসপাতালে ওষুধ সরবরাহে বিঘ্ন না ঘটে তা নিশ্চিত করার নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়| বিভিন্ন হাসপাতালে চিকিৎসক-নার্স সহ স্বাস্থ্যকর্মীদের শূন্য পদ অবিলম্বে পূরণ করতে নিয়োগ প্রক্রিয়া দ্রুত সেরে ফেলার পরামর্শ দেন তিনি |