Breaking News

প্রধান শিক্ষকের স্কুলে প্রবেশ রুখতে সশস্ত্র পুলিশ মোতায়েনের নির্দেশ হাইকোর্টের,ফের নজরে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- স্কুলের এক শিক্ষকের বেতন আটকে রাখার অভিযোগ উঠেছিল প্রধান শিক্ষকের বিরুদ্ধে | আর সেই মামলায় নজিরবিহীন রায় দিল কলকাতা হাইকোর্ট | শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, ওই প্রধান শিক্ষকের স্কুলে প্রবেশ রুখতে স্কুলের গেটে দুজন সশস্ত্র পুলিশ মোতায়েন করতে হবে | চূড়ান্ত রায়ে বিচারপতি জানান, ১০ জুন পর্যন্ত অভিযুক্ত প্রধান শিক্ষক স্কুলে ঢুকতে পারবেন না এবং এই নির্দেশ কার্যকর করার জন্য স্কলের গেটে দু’জন সশস্ত্র পুলিস মোতায়েন থাকবেন | উত্তর ২৪ পরগণার পুলিস সুপারকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, অবিলম্বে স্কুলের গেটে দু’জন বন্দুকধারী পুলিস মোতায়েনের | উত্তর ২৪ পরগণা জেলার শাসনের গোলাবাড়ি পল্লিমঙ্গল বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক শেখ শফি আলম| তাঁর বিরুদ্ধে দীর্ঘ দু’বছর ধরে বেতন আটকে রাখার অভিযোগ করেন ওই স্কুলেরই এক শিক্ষক | কলকাতা হাইকোর্টে সেই মামলার শুনানি ছিল শুক্রবার | এদিন ওই মামলার চূড়ান্ত রায় দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় | অভিযুক্ত প্রধান শিক্ষক শেখ শফি আলমের স্কুলে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় | আদালতের নির্দেশ, ১০ জুন পর্যন্ত অভিযুক্ত প্রধান শিক্ষক স্কুলে ঢুকতে পারবেন না | অভিযুক্ত প্রধান শিক্ষকের স্কুলে ঢোকা রুখতে স্কুলের গেটে দুই জন সশস্ত্র পুলিশ মোতায়েন রাখার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় |চূড়ান্ত রায়ে বিচারপতি জানান, ১০ জুন পর্যন্ত অভিযুক্ত প্রধান শিক্ষক স্কুলে ঢুকতে পারবেন না | একইসঙ্গে আদালতের এই নির্দেশ কার্যকর করার জন্য স্কুলের গেটে দু’জন সশস্ত্র পুলিশ মোতায়েন থাকবেন | এমন বেনজির রায়ে আদালত কক্ষে হইচই পড়ে যায়। উত্তর ২৪ পরগনা জেলার পুলিশ সুপারকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, অবিলম্বে স্কুলের গেটে দু’জন বন্দুকধারী পুলিশ মোতায়েন করতে হবে | অন্যদিকে এমন রায় দেওয়ার পর অনেকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে চর্চা করছেন করছেন |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *