Breaking News

রাজ্যপাল–শিক্ষামন্ত্রী বৈঠক রাজভবনে!রাজভবন থেকে ফিরেই উপাচার্যদের বৈঠকে ডাকলেন ব্রাত্য বসু

প্রসেনজিৎ ধর, কলকাতা :- রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে রাজভবনে ডেকেছিলেন রাজ্যপাল | রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে সাক্ষাৎ করলেন ব্রাত্য বসু | রাজভবন থেকে বেরিয়েই রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের বৈঠক ডাকলেন শিক্ষামন্ত্রী | ইতিমধ্যেই জারি করা হয়েছে বিজ্ঞপ্তি |বৈঠকে বিশ্ববিদ্যালয়গুলির বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে বলে জানা গিয়েছে | উল্লেখ্য, রাজ্যপালের সঙ্গে এদিন শিক্ষামন্ত্রীর দীর্ঘক্ষণ কথা হয় | ভিডিও টুইট করে তা জানিয়েছেন শিক্ষামন্ত্রী | শুক্রবার রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও রাজ্যপালের প্রায় ৪৫ মিনিট বৈঠক হয় | সূত্রের খবর, বৈঠকে উপাচার্য নিয়োগ-সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে | এমনকী আগামী দিনে উচ্চশিক্ষা কোন দিকে যাবে তা নিয়েও আলোচনা হয়েছে | এখানে উপাচার্য নিয়োগ প্রধান ইস্যু ছিল | যা নিয়ে রাজ্যপাল নানা সমস্যা তৈরি করছেন | তবে এবার রাজ্যপাল সহযোগিতা করবেন বলেই শিক্ষামন্ত্রীকে জানিয়েছেন |
এদিনের বৈঠক শেষে রাজ্যপাল টুইট করেন | সেখানে তিনি লেখেন, ‘‌উচ্চশিক্ষা সংক্রান্ত নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে | উচ্চশিক্ষার ক্ষেত্রে বর্তমান পরিস্থিতি রাজ্যে কেমন তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে | উচ্চশিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়া নিয়ে কথা হয়েছে|’টুইট করে তিনি উচ্চশিক্ষায় সহযোগিতার বার্তাও দিয়েছেন | সম্প্রতি একাধিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগকে বেআইনি বলে সম্বোধন করেছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড় | আগামী ১৯ মে বৈঠক করবেন রাজ্যের শিক্ষামন্ত্রী এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা | বৈঠকে আলোচনার বিষয় বিশ্ববিদ্যালয়গুলির বর্তমান পরিস্থিতি | শুধু তাই নয়, আলোচনা হতে পারে কেন্দ্রীয় শিক্ষা ব্যবস্থা নিয়েও |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *