Breaking News

একাদশ দ্বাদশে নিয়োগে দুর্নীতির অভিযোগে মন্ত্রী পরেশ অধিকারীকে সিবিআই জেরার নির্দেশ,মেধা তালিকায় না থেকেও মেয়ের চাকরি?

প্রসেনজিৎ ধর, কলকাতা :-এবার একাদশ দ্বাদশে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট| মেধা তালিকায় না থেকেও চাকরি পেয়েছেন মন্ত্রীর মেয়ে| সেই অভিযোগের তদন্তে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট | মঙ্গলবার রাত ৮ টার মধ্যে পরেশ অধিকারীকে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দেওয়া হল | মঙ্গলবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই নির্দেশ দিয়েছেন | পাশাপাশি পরেশ অধিকারীকে মন্ত্রিত্ব থেকে সরানোর সুপারিশ করা হয়েছে | অভিযোগ, পার্সোনালিটি টেস্ট না দিয়ে এসএসসিতে চাকরি পেয়েছেন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে | ২০১৬ সালের এসএলএসটি অর্থাৎ একাদশ-দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বেনিয়মের অভিযোগ উঠেছে| ববিতা অধিকারী নামে এক পরীক্ষার্থী মামলা করেছিলেন | তাঁর দাবি, ওয়েটিং লিস্টে ২০ নম্বরে নাম ছিল তাঁর | কয়েকদিন পর দেখা যায় ওয়েটিং লিস্টের ২১ নম্বরে নাম চলে গিয়েছে তাঁর | ১ নম্বরে উঠে এসেছে মন্ত্রীর মেয়ের নাম | ববিতার দাবি, তাঁর চেয়ে নম্বর কম ছিল মন্ত্রীর মেয়ে অঙ্কিতা অধিকারী | তার পরেও নিয়োগপত্র হাতে পাননি ববিতা | অথচ ২০১৮ সালের মেখলিগঞ্জের একটি স্কুলে চাকরি করছেন অঙ্কিতা | এরপরই আদালতের দ্বারস্থ হন চাকরিপ্রার্থী ববিতা |এদিনের শুনানিতে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। দেখা যায়, পার্সোনালিটি টেস্টে অংশই নেননি মন্ত্রীকন্যা | কারণ, পার্সোনালিটি টেস্টে কত নম্বর পেয়েছিলেন অঙ্কিতা, তার কোনও রেকর্ড নেই এসএসসির কাছে| এর পরই তড়িঘড়ি সিবিআই তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট | বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, আদালতের নির্দেশনামা হাতে পাওয়ামাত্র বিশেষ দল গঠন করে তদন্ত শুরু করতে হবে সিবিআইকে | আদালতের নির্দেশ, যে কোনওরকম প্রভাবমুক্ত হয়ে তদন্ত করতে হবে সিবিআইকে। পাশাপাশি মন্ত্রীর বিরুদ্ধে যখন প্রভাব খাটানোর অভিযোগ তখন পুলিশ কতদূর কাজ করতে পারবে তা নিয়েও আদালত সংশয় প্রকাশ করে | পরেশ অধিকারীকে নিজাম প্যালেসে জেরা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে | পাশাপাশি তাঁকে মন্ত্রীত্ব থেকে সরিয়ে দেওয়ার জন্যও সুপারিশ করা হয়েছে | যা এককথায় নজিরবিহীন। তবে মন্ত্রী তথা প্রাক্তন বাম নেতা পরেশ অধিকারী শেষ পর্যন্ত সিবিআইয়ের সামনে হাজির হন কি না সেটাই দেখবার বিষয় |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *