Breaking News

বউবাজারে ভাঙা পড়বে অমর্ত্য সেনের বাড়ি, বিপজ্জনক ঘোষণা করেছে কলকাতা পুরসভা!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বউবাজারের এই বাড়িটিকে বিপজ্জনক বলে ঘোষণা করেছে কলকাতা পুরসভা | এখানেই মেট্রো রেলের কাজের জন্য ফাটল দেখা দিয়েছে একাধিক বাড়িতে | এবার তার জেরে ভাঙা পড়তে পারে অর্মত্য সেনের বাবার বাড়ি | তাই আশঙ্কা থেকেই বাড়ির জিনিসপত্রও অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে| এখন কেএমআরসিএলের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরসভার সম্মতি মিললে বাড়ি ভাঙা হবে | বউবাজারের ১৫ নম্বর দুর্গা পিতুরি লেনের বাড়ির ছেলে অর্মত্য সেন | বাবা বিমলকুমার সেন এবং কাকা অর্জুন সেনের নামে বাড়ি | সোমবার অর্মত্যবাবু এসেছিলেন ঘরের জিনিস বের করে নিতে | দু’হাতে দুই ব্যাগে ঠাসা জিনিসপত্র| আর ঘরের মাল উঠেছে ছোট হাতি গাড়িতে | বেসরকারি সংস্থায় কর্মরত দুর্গা পিতুরির একসময়ের এই বাসিন্দা পরিবার নিয়ে আড়াই বছর ধরে গড়িয়াহাটে থাকেন | ২০১৯ সালে মেট্রোর সুড়ঙ্গ বিপর্যয়ের সময় থেকেই তাঁরা ঘরছাড়া | “বাড়ি ভাঙা হবে জানতে পেরেছি | কিন্তু সেকথা বাবাকে বললে তাঁকে আর বাঁচানো যাবে না। হাওড়ায় এক আত্মীয়ের বাড়িতে আছেন তিনি | অক্সিজেন দিতে হয় মাঝেমধ্যেই | ঘর ভাঙার খবর যাতে তিনি কোনওভাবে জানতে না পারেন তাই টিভিটা সরিয়ে দেওয়া হয়েছে ঘর থেকে|”–বলছিলেন অর্মত্যবাবু | উল্লেখ্য, সেন পরিবার ১৮ বছর ধরে এখানে বসবাস করছে | এখন অমর্ত্য বাবুর বাবা-মা দুজনেই হাওড়ায় থাকেন | ২০১৯ সালে বউবাজারের বাড়িতে ফাটলের পর থেকে তারা শোক করতে পারেনি | ৬ বার হাসপাতালে ভর্তি হতে হয়েছে | তখন থেকেই তারা হাওড়ায় বসবাস করছেন | কেএমআরসিএলের জিএম একে নন্দী বলেন, ‘৬১৫ দুর্গা পিটুরি লেনের বাড়িটিও বিপজ্জনক | পৌরসভাকে জানালেই আমরা তা ভেঙে দেব | ‘

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *