Breaking News

‘ভুল করেনি সিঙ্গল বেঞ্চ’, এসএসসি-র নিয়োগ-দুর্নীতি মামলার সিঙ্গল বেঞ্চের রায় বহাল ডিভিশন বেঞ্চে!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায়কে বহাল রাখল ডিভিশন বেঞ্চ | সিঙ্গল বেঞ্চের নির্দেশে কোনও ভুল নেই বলে মন্তব্য করল ডিভিশন বেঞ্চ | আজ বুধবার ডিভিশন বেঞ্চ জানায়, ‘নির্দিষ্ট তথ্যপ্রমাণ থাকলে আদালত সিবিআই তদন্তের নির্দেশ দিতেই পারে | ন্যায় বিচারের ক্ষেত্রে সিঙ্গল বেঞ্চ সীমা অতিক্রম করেছে বলে মনে করে না ডিভিশন বেঞ্চ|’ প্রসঙ্গত,এসএসসি-র গ্রুপ-ডি, গ্রুপ-সি, নবম-দশম শ্রেণীর শিক্ষক নিয়োগে দুর্নীতির মোট ৭টি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চ | তবে পরে ডিভিশন বেঞ্চে মামলাগুলি স্থগিত হয়ে যায়| পরে ডিভিশন বেঞ্চ প্রাক্তন বিচারপতি রঞ্জিতকুমার বাগের নেতৃত্বে একটি কমিটি গঠন করে | ওই কমিটি এই নিয়োগ সংক্রান্ত মামলাগুলির অনুসন্ধান করে | বাগ কমিটি ডিভিশন বেঞ্চ স্কুলে গ্ৰুপ-সি এবং গ্ৰুপ-ডি কর্মী নিয়োগ মামলায় রিপোর্ট পেশ করে জানায়, বাগ কমিটির আইনজীবী অরুণাভ বন্দ্যোপাধ্যায় আদালতকে জানান, গ্ৰুপ-সি পদে ৩৮১ জনকে ভুয়ো নিয়োগ করা হয়েছে | তার মধ্যে ২২২ জন পরীক্ষাই দেননি | বাকিরা পাশ করেনি | বাগ কমিটি ডিভিশন বেঞ্চকে এ-ও জানায়, গ্ৰুপ-ডি পদেও বেআইনি ভাবে নিয়োগ করা হয়েছে ৬২৪ কর্মীকে।সিঙ্গল বেঞ্চের নির্দেশে কোনও ভুল নেই বলে মন্তব্য করল ডিভিশন বেঞ্চ | বুধবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, নির্দিষ্ট তথ্যপ্রমাণ থাকলে আদালত সিবিআই তদন্তের নির্দেশ দিতেই পারে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *