দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) দুর্নীতি মামলায় আবারও বিপাকে পড়লেন পার্থ চট্টোপাধ্যায় | আজ সন্ধ্যা ছ’টার মধ্যে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থকে সিবিআইয়ের কাছে হাজিরার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট | সেইসঙ্গে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, সেই সময়ের মধ্যে হাজিরা না দিলে পার্থকে হেফাজতে নিতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা|তদন্তে সহযোগিতা না করলে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে সিবিআই আধিকারিকরা নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবেন বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি| উল্লেখ্য, এদিনই এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা সিঙ্গল বেঞ্চে ফিরিয়ে দিয়েছেন বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি আনন্দ মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ | তারপরই প্রাক্তন শিক্ষামন্ত্রীকে সিবিআই হাজিরার নির্দেশ দিল আদালত | ডিভিশন বেঞ্চের রায়ের পরই সিঙ্গল বেঞ্চের দ্বারস্থ হন মামলাকারীর আইনজীবীরা| সেই সময় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানান, “সিবিআই এখনই ফের তদন্ত শুরু করবে | পার্থ চট্টোপাধ্যায় যদি সহযোগিতা না করেন তাহলে তাঁকে হেফাজতেও নিতে পারবে সিবিআই। প্রশ্ন করা হবে ৯৮ জনকে |” বিচারপতি আরও জানান, “আমি মনে করি, মুক্ত ও স্বচ্ছ সমাজ গড়ার স্বার্থে পার্থ চট্টোপাধ্যায় পদত্যাগ করবেন বা তাঁকে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়া হবে | এটা আমার অনুরোধ |” একইসঙ্গে হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মনে করেন, “কাস্টোডিয়াল জেরা ছাড়া এই দুর্নীতির পর্দা ফাঁস হবে না |” তবে সিবিআই যেন আদালতের এই নির্দেশের দ্বারা প্রভাবিত না হয়, তাও মনে করিয়ে দেন বিচারপতি | গত মাসেও পার্থকে সিবিআইয়ের কাছে হাজিরার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় | সেইসময় সেই নির্দেশে ডিভিশন বেঞ্চে স্থগিতাদেশ দিয়েছিল | তবে এবার আইনজীবী মহলের মতে, পার্থের পক্ষে স্থগিতাদেশ জোগাড় করা কঠিন হতে পারে | কারণ আজই ডিভিশন বেঞ্চ সাতটি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ বহাল রেখেছে |