Breaking News

প্রায় ৪ ঘণ্টা পর সিবিআই দফতর থেকে বেরোলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়,খরচ করলেন না একটা শব্দও!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-প্রায় চার ঘণ্টা পর সিবিআইয়ের দফতর থেকে বেরিয়ে গেলেন পার্থ চট্টোপাধ্যায় | সূত্রের খবর, তাঁকে দু’দফায় প্রায় সাড়ে তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে | তবে নিজাম প্যালেস থেকে বেরিয়ে একটাও শব্দ খরচ করেননি পার্থ | সোজা গাড়িতে উঠে চালকের পাশে বসে পড়েন | প্রসঙ্গত, এসএসসি দুর্নীতি মামলায় টানা সাড়ে তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে | এদিন হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশ মেনে বিকাল ৫টা ৪৫ মিনিট নাগাদ সিবিআই দফতরে হাজিরা দেন পার্থ | সাড়ে ন’টা নাগাদ সিবিআই দফতর থেকে বেরোন তিনি | যদিও জেরা শেষে বেরোনোর পর সাংবাদিকদের এড়িয়ে যান রাজ্যের শিল্পমন্ত্রী | সিবিআই সূত্রের খবর, এদিন পার্থবাবুকে দু’দফায় জিজ্ঞাসাবাদ করা হয় | এসএসসির প্রাক্তন উপদেষ্টা কমিটির সদস্যদের বয়ানের সঙ্গে তাঁর বয়ান মিলিয়ে দেখা হবে বলেও সূত্রের দাবি | সূত্রের খবর, কীভাবে উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছিল, কেন ও কার নির্দেশ গঠন করা হয়েছিল, কীভাবে কাজ করত-সেই সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন করা হয় | মেধাতালিকায় যাঁরা নিচের দিকে ছিলেন, তাঁদের চাকরি দেওয়া হয়েছে কেন, তাও জানতে চাওয়া হয় বলে সূত্রের খবর |সিবিআই সূত্রে খবর, অধিকাংশ প্রশ্নের জবাবে পার্থ দাবি করেছেন যে নিয়ম মেনে হয়েছে | কয়েকটি প্রশ্নের জবাবে আবার প্রাক্তন শিক্ষামন্ত্রী দাবি করেছেন যে বিষয়টি তাঁর মনে নেই | সেই পরিস্থিতিতে একটি মহলের দাবি, পার্থ কয়েকটি প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন বলে মনে করা হচ্ছে | তবে পার্থকে ফের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে কিনা, সে বিষয়ে সিবিআইয়ের তরফে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি | সূত্রের খবর, কমিটির সদস্যদের বয়ানের সঙ্গে পার্থের উত্তর মিলিয়ে দেখা হবে | তারপরই সিদ্ধান্ত নেওয়া হবে যে পার্থকে ফের জিজ্ঞাসাবাদের ডাকা হবে কিনা |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *