দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- গরুপাচার কাণ্ডে সিবিআইয়ের মুখোমুখি অনুব্রত মণ্ডল | কেন্দ্রীয় গোয়েন্দা দফতরে চিঠি দিয়ে সাক্ষাতের ইচ্ছাপ্রকাশ করেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি | বৃহস্পতিবার সকাল ৯টা ৫০ মিনিট নাগাদ তৃণমূল নেতা নিজাম প্যালেসে পৌঁছন | এর আগে একাধিকবার সিবিআইয়ের তলব এড়িয়ে গিয়েছেন বীরভূম তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি | তবে এবার নিজেই সিবিআইয়ের মুখোমুখি হওয়ার ইচ্ছে প্রকাশ করলেন অনুব্রত মণ্ডল | আজ, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা নাগাদ তাঁর পৌঁছনোর কথা ছিল নিজাম প্যালেসে | তবে তার আগে চিনার পার্কের বাড়ি থেকে ঠিক সকাল সোয়া ৯’টা নাগাদ রওনা দেন তিনি এদিন দেখা যায়, সকাল ৯টা ৫০ মিনিটে নিজাম প্যালেসে পৌঁছন বীরভূমে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল |
যদিও তাঁর সাড়ে ১০টার মধ্যে আসার কথা ছিল | সময়ের আগেই তিনি পৌঁছে গেলেন। তবে দেখা যায়, বাঁ হাত দিয়ে চেপে আছেন বুক | বুকে হাত দিয়েই নিজাম প্যালেসে ঢোকেন অনুব্রত মণ্ডল |উল্লেখ্য, গত ৬ এপ্রিল গরুপাচার কাণ্ডে নিজাম প্যালেসে অনুব্রত মণ্ডলকে তলব করেছিল সিবিআই | তিনি তখন অসুস্থ হয়ে পড়েন। তারপর কলকাতা হাইকোর্টেও মামলা করেছিলেন তিনি | এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি ছিলেন তিনি | তবে তিনি জানিয়েছিলেন, সিবিআই চাইলে হাসপাতালে এসে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারে | এমনকী তিনি চিঠিও দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে| এবার অবশ্য তিনি নিজেই হাজির হলেন | বীরভূমের তৃণমূল নেতাকে সিবিআই কী কী প্রশ্ন করে, তার পালটা কী উত্তর দেন অনুব্রত, তাও ভাবাচ্ছে সকলকে | অনুব্রতকে জেরার পর গরুপাচার কাণ্ডের তদন্তে নানা জট খুলতে পারে বলেই আশা তদন্তকারীদের |