Breaking News

চাকরি কই?মঙ্গলবারও স্বাস্থ্যভবনের সামনে চলল নার্সদের বিক্ষোভ,পুলিশের সঙ্গে ধস্তাধস্তি,ভাঙল ব্যারিকেড!

প্রসেনজিৎ ধর, কলকাতা :-চাকরির দাবিতে নার্সদের বিক্ষোভ ঘিরে নার্সদের বিক্ষোভে ফের উত্তাল সল্টলেক | নার্সদের আটক করার সময় ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েছেন এক আন্দোলনকারী বলে খবর| নার্স নিয়োগে অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে মঙ্গলবার ফের উত্তাল সল্টলেক | বৃষ্টি উপেক্ষা করে স্বাস্থ্যভবনের সামনে বিক্ষোভে চাকরিপ্রার্থীরা | বাধা দিতেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ালেন তাঁরা|সোমবারের পর মঙ্গলবারও যে চাকরিপ্রার্থীদের বিক্ষোভে উত্তাল হতে পারে স্বাস্থ্যভবন চত্বর, সেই আশঙ্কা ছিলই | সেই কারণে মোতায়েন করা হয়েছিল পুলিশ | ব্যারিকেড করে আটকে দেওয়া হয়েছিল এলাকা | তৈরি ছিল প্রিজন ভ্যানও | তা সত্ত্বেও মঙ্গলবার সকাল থেকে চাকরিপ্রার্থীরা জমায়েত শুরু করে স্বাস্থ্যভবনের সামনে |

পরিস্থিতি আয়ত্তে রাখতে পুলিশ মাইকিং শুরু করে | কিন্তু তাতে কোনও লাভ হয়নি | রাস্তায় বসে বিক্ষোভে সামিল হন চাকরিপ্রার্থীরা | আধিকারিকদের সঙ্গে কথা বলতে স্বাস্থ্যভবনের ভিতরে যাওয়ার চেষ্টা করেন বিক্ষোভকারীদের একাংশ স্বাস্থ্য ভবনের বাইরে সেই বিক্ষোভ আটকাতে গেলে পুলিসের সঙ্গে ধুন্ধুমার বাধে নার্সদের | বাধা দিতে গিয়ে এক পুলিস আধিকারিক রাস্তায় পড়েও যান উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি | তবে প্রথমে স্বাস্থ্যভবনের সামনে বিক্ষোত করলেও বেলা বাড়তেই নিরাত্তার ঘেরাটোপ টপকে স্বাস্থ্যভবনের গেট ঠেলে ভেতরে ঢুকে পড়েন আন্দোলনরত নার্সরা |আন্দোলনকারীদের দাবি, করোনা পরিস্থিতিতে বিভিন্ন হাসপাতালে তাঁরা নার্সিংয়ের কাজ করেন | তাঁদের সরকারি হাসপাতালে নিয়োগে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল | কিন্তু গত ২০ মে স্বাস্থ্য দফতর যে নতুন প্যানেল প্রকাশ করে সেখানে ২০১৮, ১৯ এবং ২০ সালের কারও নাম নেই | সবাই ২০২১ সালে নার্সিং ডিগ্রি পাওয়া প্রার্থী | কিন্তু সবাই কেউ ২০১৮, কেউ ২০১৯, তো কেউ আবার ২০২০ সালে ইন্টারভিউতে পাশ করেছেন | তাহলে এখনও চাকরি পেলেন না কেন? তাঁদের দাবি না মানা পর্যন্ত এই বিক্ষোভ-আন্দোলন জারি থাকবে বলেই হুঁশিয়ারি চাকরি প্রার্থীদের |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *