Breaking News

তৃণমূলের দুই মন্ত্রী ও এক নেতার সম্পত্তি কত?‌খতিয়ান চেয়ে আয়কর দফতরকে চিঠি পাঠাল সিবিআই

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ইতিমধ্যে প্রত্যেককেই জেরা করেছে সিবিআই এবার এই তিনজন তৃণমূল কংগ্রেস নেতার সম্পত্তি খতিয়ে দেখতে চায় সিবিআই | এই তিনজন হলেন-পার্থ চট্টোপাধ্যায়, পরেশ অধিকারী এবং অনুব্রত মণ্ডল | আর এসএসসি দুর্নীতির তদন্তের মধ্যেই তিন নেতার সম্পত্তি কত?‌জানতে চেয়ে সিবিআই আয়কর দফতরকে চিঠি পাঠাল | সূত্রের খবর, এসএসসি দুর্নীতি মামলায় রাজ্যের দুই মন্ত্রী এখন সিবিআইয়ের আতস কাঁচের তলায় এসেছেন | গরু পাচার মামলা এবং ভোট পরবর্তী হিংসা মামলায় অনুব্রত মণ্ডলকে একবার সিবিআই জেরা করেছে | পার্থ চট্টোপাধ্যায়–পরেশ অধিকারীও জেরার মুখে পড়েছেন | এই দুর্নীতি এবং কর্মকাণ্ডে এনারা কেউ আর্থিক লাভবান হযেছেন কিনা তা খতিয়ে দেখতেই সিবিআই চিঠি পাঠিয়েছে আয়কর দফতরকে | তাঁরা সম্পত্তির পরিমাণ খতিয়ে দেখে রিপোর্ট দেবেন |সিবিআই সূত্রে খবর, যিনি নিজের মেয়ের নিয়োগে দুর্নীতি করেছেন তিনি আরও এমন কাজ করে আর্থিক লাভবান হতেই পারেন |  তাছাড়া কারও সারমেয়র জন্য আলাদা ফ্ল্যাট অর্থ না থাকলে করা সম্ভব নয় | এমনকী জেলা সভাপতি হয়ে একাধিক বাড়ি জেলায় কী করে হল?‌ এইসব কারণে সম্পত্তির পরিমাণ জানতে আয়কর দফতরকে চিঠি দেওয়া হয়েছে |প্রসঙ্গত, পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী থাকাকালীন এসএসসি নিয়োগে দুর্নীতির অভিযোগ ওঠে | বেআইনি পথে তখন শিক্ষক নিয়োগ হয়েছিল?‌ উঠছে প্রশ্ন | কলকাতা হাইকোর্ট এই বিষয়ে সিবিআইকে তদন্ত করার নির্দেশ দিয়েছে | এসএসসি দুর্নীতিতে পরেশ অধিকারীর নিজের মেয়ের নিয়োগই প্রশ্নের মুখে | সেই নিয়োগ বাতিল করেছে হাইকোর্ট | কোচবিহারের স্কুল থেকে বরখাস্ত হয়েছেন অঙ্কিতা, তাঁকে বেতনের টাকাও ফেরানোর নির্দেশ দেওয়া হয়েছে | অন্যদিকে আজ ভোট পরবর্তী হিংসা মামলায় অনুব্রত মণ্ডলকে সিবিআই ডেকেছিল | কিন্তু তিনি চিঠি লিখে জানিয়ে দিয়েছেন যেতে পারছেন না | তারপরই এমন পদক্ষেপ করা হল | এই তিন নেতার আয় ও সম্পত্তির হিসেব নিতে উদ্যোগী হল সিবিআই | আয়কর দফতরে চিঠি লিখে জানতে চাইল, তিন নেতার কোথায় কত সম্পত্তি, কার নামেই বা এসব রয়েছে, তার বিস্তারিত তথ্য দিতে হবে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *