দেবরীনা মণ্ডল সাহা :- পাহাড়ে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিন্সট্রেশন বা জিটিএ’র নির্বাচন হতে চলেছে আগামী ২৬ জুন| তার জন্য আগামী ২৭ মে বিজ্ঞপ্তি জারি করতে চলেছে রাজ্য নির্বাচন কমিশন | পাঁচ বছর পর অবশেষে জিটিএ নির্বাচন হতে চলেছে পাহাড়ে | মঙ্গলবার দার্জিলিংয়ে সর্বদল বৈঠক শেষে ঘোষণা করা হল দিনক্ষণ | জানা গিয়েছে, আগামী ২৬ জুন জিটিএ নির্বাচন হবে | ভোটগণনা ও ফলপ্রকাশ হবে ২৯ তারিখ | এই মর্মে ঘোষণা করলেন নির্বাচনের দায়িত্বে থাকা স্পেশ্যাল অবজার্ভার | আগামী ২৭ মে সরকারিভাবে বিজ্ঞপ্তি জারি হবে | তবে নির্বাচন নিয়ে আপত্তি তুলেছে কয়েকটি রাজনৈতিক দল |দার্জিলিংয়ের জেলাশাসক তথা জিটিএ নির্বাচনের রিটার্নিং অফিসারের দায়িত্ব সামলানো এস পুণ্যবালামের কার্যালয়ে মঙ্গলবার পাহাড়ের সবকটি রাজনৈতিক দলকে নিয়ে বৈঠকে বসেন তিনি | ছিলেন স্পেশ্যাল অবজার্ভার এ জি বর্ধনও | এখনই জিটিএ নির্বাচনের বিরোধিতায় বৈঠক বয়কট করেন বিজেপি, জিএনএলএফের প্রতিনিধিরা | তবে তাদের আপত্তি উড়িয়েই ২৭ মে নির্বাচনের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারির প্রস্তুতি নিচ্ছে সরকার | এদিনের বৈঠকে স্থির হয়েছে নির্বাচনী প্রক্রিয়ার প্রতিটি ধাপের খুঁটিনাটি | এদিন স্পেশ্যাল অবজার্ভার এজি বর্ধন সংবাদমাধ্যমে বলেন, ‘আগামী ২৭ মে সরকারিভাবে জিটিএ নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ হবে | তারপর শুরু হবে মনোনয়ন পর্ব | ২৭ থেকে সাতদিন মনোনয়ন জমা দেওয়া যাবে | তারপর প্রত্যাহার, স্ক্রুটিনি পর্ব এবং ২৬ জুন ভোট | দার্জিলিং এবং কালিম্পংয়ের মহকুমাশাসককে অতিরিক্ত রিটার্নিং অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছে | গণনা ও ফলপ্রকাশ হবে আগামী ২৯ জুন |’এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে না বিমল গুরুংয়ের দল গোর্খা জনমুক্তি মোর্চা ও সুবাস ঘিসিংয়ের দল জিএনএলএফ | মোর্চা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে তাঁরা ভোটে অংশ নিচ্ছে না | একই পথে হাঁটতে পারে জিএনএলএফ-ও | তবে পাহাড়ের বাকি দলগুলি রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ও তাঁরা এই নির্বাচনে অংশ নেবে বলেও জানিয়েছে |