প্রসেনজিৎ ধর, হুগলি :- কলকাতা মেডিক্যাল কলেজের রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান পদ থেকে অপসারিত বিতর্কিত চিকিৎসক নেতা নির্মল মাঝি| তাঁর জায়গায় দায়িত্ব পাচ্ছেন শ্রীরামপুরের বিধায়ক ডাক্তার সুদীপ্ত রায় | উলুবেড়িয়া উত্তরের তৃণমূল মাঝির বিরুদ্ধে বেশ কিছুদিন ধরে একের পর এক অভিযোগ উঠছিল | মে মাসের শুরুতে এক চিকিৎসকের সঙ্গে বিতর্কে জড়ান নির্মল | কু-কথা ব্যবহারের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে | একাধিক অভিযোগের পর অবশেষে অপসারিত নির্মল | দুর্নীতি দমন নিয়ে যখন বারবার রাজ্য যখন কড়া হওয়ার বার্তা দিচ্ছে, তখনই এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হল | রাজ্যের উলুবেড়িয়া উত্তরের বিধায়ক নির্মলের নাম ইতিমধ্যেই বহু বিতর্কে জড়িয়েছে | তবে নবান্ন নির্মলকে অপসারণের কোনও কারণ ব্যাখ্যা করেনি | একটি ১০ লাইনের নির্দেশিকা জারি করে জানিয়েছে, কলকাতা মেডিক্যাল কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদে থাকা নির্মলের জায়গায় নতুন দায়িত্ব নিচ্ছেন সুদীপ্ত রায় |রাজ্যের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে বৃহস্পতিবার বিকেলে ওই নির্দেশিকা দেওয়া হয় | তাতে জানানো হয়েছে সমিতির কাজ মসৃণভাবে চালনার জন্যই এই বদল |
প্রথিতযশা চিকিৎসক সুদীপ্ত রায় চিকিৎসক মহলে অত্যন্ত পরিচিত মুখ| ভারতবর্ষের চিকিৎসকদের সবথেকে বড় সংগঠন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের তিনি সর্বভারতীয় সভাপতি ছিলেন |এছাড়াও ডাঃ বিধানচন্দ্র রায়ের জন্মদিনে তাঁর নামাঙ্কিত পুরস্কার গ্রহণ করেছিলেন ভারতের রাষ্ট্রপতির হাত থেকে | আর. জি.কর কলেজের এই প্রাক্তনী চিকিৎসাক্ষেত্রের পাশাপাশি রাজনৈতিক ময়দানে সমান স্বচ্ছন্দ | ঐতিহ্যশালী শহর শ্রীরামপুর কেন্দ্রে চারবারের বিধায়ক ডাক্তারবাবু এলাকাবাসীর কাছে অত্যন্ত জনপ্রিয় | স্বাভাবিকভাবেই এই গুরুত্বপূর্ণ দায়িত্বে তাঁকে নিয়ে আসায় খুশি শ্রীরামপুরবাসী |