দেবরীনা মণ্ডল সাহা :- হলদিয়া শুভেন্দু অধিকারীর খাসতালুক বলেই পরিচিত | সেই খাসতালুকেই শনিবার বিরাট সভা করল তৃণমূলের শ্রমিক সংগঠন | এদিন অভিষেক বন্দোপাধ্যায় পূর্ব মেদিনীপুরে শুভেন্দুর বিরুদ্ধে রাজ্য সরকারের দায়ের করা একাধিক মামলার তদন্তে স্থগিতাদেশ দেওয়ায় কলকাতা হাইকোর্টের বিচারপতিকে ‘তল্পিবাহক’ বলে কটাক্ষ করলেন | শনিবার হলদিয়ায় তৃণমূলের শ্রমিক সমাবেশের মঞ্চ থেকে বিচারব্যবস্থাকে আক্রমণ করেন অভিষেক | শুভেন্দুকে অকৃতজ্ঞ, গদ্দার বলে চিহ্নিত করে দলীয় কর্মীদের প্রতি হুঁশিয়ারি দিলেন, ”দাদার অনুগামী হওয়া চলবে না |” ১১ বছর ধরে ছদ্মবেশ ধরে একজন দলের সর্বনাশ করেছে বলে উল্লেখ করছেন অভিষেক | শনিবার হলদিয়ার সমাবেশে গোড়া থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে দেখা গিয়েছিল অভিষেককে | নাম না করে খোঁচা দিয়ে বারবার বিদ্ধ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে | বললেন, ”১১ বছর ধরে একটা লোক সব শেষ করে দিয়েছে | মানুষের টাকা নিয়ে নিয়েছে | নিজে কোটি কোটি টাকা করেছে | টিভির পর্দাতে টাকা নিতে দেখা গিয়েছে | আর কথায় কথায় বলে – আমি অকৃতদার | আরে আপনি অকৃতদার নন, অকৃতজ্ঞ |” শুভেন্দুর প্রতি তাঁর আরও আক্রমণ, ”যার নেতৃত্বে উত্তর কলকাতায় গুণ্ডামি করে বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হল, এই জেলার একসময়ের সর্বেসর্বা তাঁর পদলেহন করে, নিজেকে ইডি-সিবিআই থেকে বাঁচাতে দলবদল করল | দিল্লির বুকে মেদিনীপুরের আবেগকে বিক্রি করল |” এদিন অভিষেক আরও বলেন, ‘এখানে পৌরসভায় যা ইচ্ছা তাই করেছে | কেস হয়েছে | কেস পরবর্তীতে হাইকোর্ট সিবিআইকে ট্রান্সফার করে দিয়েছে | আমার বলতেও লজ্জা লাগে বিচারব্যবস্থায় একজন দু’জন এমন আছে যারা সম্পূর্ণ তল্পিবাহক হিসাবে কাজ করছে | ওয়ান পার্সেন্ট| কিছু হলেই তারা সিবিআই দিয়ে দিচ্ছে | মার্ডার কেসে তদন্তে স্থগিতাদেশ দিয়ে দিচ্ছে | কখনও শুনেছেন?’অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলেন, আজ যারা ভাবছে মানুষের টাকা নিয়ে নয়ছয় করব, ইডি এর পেছনে লাগিয়ে দেব, ওর পেছনে লাগিয়ে দেব | তারা কিছুই করতে পারবে না | আমার পেছনে তো ইডি-সিবিআই লাগিয়েছ, কী করতে পেরেছ! কাঁচ কলা | তোমার ইডি, সিবিআই আমাকে ২ বার দিল্লিতে ডেকেছে | ইডি-সিবিআই দিয়ে আমাকে ভয় দেখানো যাবে না ||খানেই থেমে থাকেননি অভিষেক বলেন,বলেন, কে অনুগামী সেজে দলে ঢুকে দলের বারোটা বাজিয়েছো সবই আমি জানি | আমি সরকম ৫-৬ জন অনুগামীকে চিহ্নিতও করেছি | এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে | কে বিজেপির হয়ে ঝান্ডা তোলার পরদিন এসে তৃণমূলে যোগ দিয়েছ তারও তালিকা আমার কাছে রয়েছে | কোনও দাদার অনুগামী হবেন না | খেটে খাওয়া মানুষের অনুগামী হোন |