Breaking News

ডায়মন্ড হারবারে বাড়িতে বিস্ফোরণের জেরে মৃত্যু এক ব্যক্তির! আতঙ্কিত এলাকাবাসী,তদন্তে পুলিশ

প্রসেনজিৎ ধর :- বিস্ফোরণের জেরে মৃত্যু হল এক ব্যক্তির | দক্ষিণ ২৪ পরগণা জেলার ডায়মন্ড হারবারের রাজার তালুক এলাকায় একটি বাড়িতে এই বিস্ফোরণ ঘটে | অনুমান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে | মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ | মৃত ব্যক্তির নাম ধনঞ্জয় কর্মকার, বয়স ৬২ | এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায় | স্থানীয় সূত্রে খবর, দুপুরে ওই ব্যক্তির বাড়িতে তীব্র বিস্ফোরণ ঘটে | বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা | পরে স্থানীয় মানুষজন বেরিয়ে দেখেন ধনঞ্জয় কর্মকারের বাড়িতে বিস্ফোরণ ঘটেছে | বিস্ফোরণে বাড়ির ভিতর লণ্ডভণ্ড হয়ে যায় | উড়েছে যায় বাড়ির জানালা, দরজা-সহ চিলে কোঠার ছাউনি | রক্তাক্ত অবস্থায় ঘরের মধ্যে পড়ে ছিলেন ধনঞ্জয় কর্মকার |পরে স্থানীয়রা পুলিশ ও দমকলকে খবর দেয় | ঘটনাস্থলে দমকল পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে | মৃতদেহ উদ্ধার করে ডায়মন্ড হারবার পুলিস মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় | জানা যায়, ঘটনার সময় বাড়িতে একাই ছিলেন ধনঞ্জয় কর্মকার | তাঁর স্ত্রী ও ছেলে কালীপুজো উপলক্ষে এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন | স্থানীয়দের অনুমান, গ্যাস সিলিন্ডার ফেটে এই দুর্ঘটনা ঘটেছে | তবে কী কারনে এই বিস্ফোরণ তদন্তে পুলিশ | ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ডায়মন্ড হারবার থানার পুলিশ | তদন্তকারী আধিকারিকরা ওই বাড়িতে পৌঁছে বাড়ির মূল গেট সিল করে দেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই বাড়িতে বেআইনিভাবে বাজি তৈরি করা হচ্ছিল | বাজি তৈরি করার সময় বিস্ফোরণ হয় | ঘটনার সময় বাড়িতে ধনঞ্জয় কর্মকার একাই ছিলেন | জানা গিয়েছে বাজি তৈরির কাঁচামাল বারুদ নিয়ে গ্রাইন্ডার মেশিনে ভরে কাজ করছিলেন | সেই সময় অতিরিক্ত তাপের সৃষ্টি হয় এবং বিস্ফোরণ ঘটে | তীব্র শব্দে গোটা এলাকা কেঁপে ওঠে। পুলিশ স্থানীয়দের সঙ্গে কথা বলে ঘটনার বিষয়ে আরও তথ্য জানার চেষ্টা করছে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *