অভিষেক সাহা:- নির্বাচনের আগে ফের আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় উত্তেজনা ছড়াল মালদহে | শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত গোবরা ঘাট এলাকায় | পুলিশ সূত্রে খবর,শুক্রবার রাত্রে গোপন সূত্রের খবর পেয়ে আগ্নেয়াস্ত্র সহ দুই যুবককে গ্রেফতার করল ভালুকা ফাঁড়ির পুলিশ | ধৃতরা হল ২৫ বছরের সাদ্দাম হোসেন ও ২২ বছরের মাইজুল হক |ধৃতদের বাড়ি মালদার মানিকচক থানা এলাকায় |
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে পার্শ্ববর্তী বিহার থেকে আগ্নেয়াস্ত্র সমেত গোবরা ঘাট দিয়ে বাংলায় প্রবেশের করার সময় গোপন সূত্রে খবর পায় ভালুকা ফাঁড়ির পুলিশ| গোপন সূত্রে ওই খবরের ভিত্তিতে গোবরা ঘাটে ফাঁদ পাতে পুলিশ | এমনকি সেখানে নাকা তল্লাশীও চালায় পুলিশ | তাঁদের কাছ থেকে বিপুলসংখ্যক আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ দুই যুবককে গ্রেফতার পুলিশ | শনিবার ধৃতদের চাঁচল মহকুমা আদালতে তোলা হলে দুজনকে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানান হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস| এই ঘটনায় কারা কারা জড়িত সে বিষয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ |