প্রসেনজিৎ ধর :- বঙ্গসফর বাতিল হয়েছে অমিত শাহের | তবে ‘ফার্স্ট বয়’ রাজীব বন্দোপাধ্যায়ের যোগদান পর্ব নিয়ে আপোস করতে নারাজ গেরুয়া শিবির | সূত্রের খবর,সাতসকালেই রাজীব বন্দ্যোপাধ্যায়কে অমিত শাহ | আজই বিশেষ চাটার্ড বিমান পাঠিয়ে তাঁকে দিল্লি নিয়ে যাওয়া হচ্ছে | সেখানেই অমিত শাহের সঙ্গে বৈঠক করবেন রাজীব বন্দ্যোপাধ্যায় | সম্ভবত এরপরই বিজপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার হাত ধরে আজই বিজেপিতে যোগ দিতে চলেছেন রাজীব এমনটাই সূত্রের খবর|
তবে শুধু রাজীব বন্দ্যোপাধ্যায়ই নয়, সম্ভবত তাঁর সঙ্গে ওই একই বিমানে দিল্লি উড়ে যাচ্ছেন প্রবীর ঘোষাল, বৈশালী ডালমিয়া, রথীন চক্রবর্তীও | প্রসঙ্গত, রাজনৈতিক মহলে বরাবরই সুনাম ছিল রাজীবের | এখনও পর্যন্ত কোনও দুর্নীতির আঁচ লাগেনি তাঁর গায়ে | গত বিধানসভা ভোটে তৃণমূল সরকারের সবচেয়ে বেশি ব্যবধানে জেতা মন্ত্রী ছিলেন রাজীবই | ভোটে তাঁর জয়ের ব্যবধান ছিল ১ লক্ষ ৭ হাজারের কিছু বেশি | ৩১ জানুয়ারি হাওড়ার ডুমুরজলার সভাতেই অমিত শাহের উপস্থিতিতে যোগদান করার কথা ছিল রাজীবের | অমিত শাহের বঙ্গ সফর বাতিল হতেই তড়িখড়ি দিল্লি যাচ্ছেন রাজীব | এ ক্ষেত্রে, রাজীবকে দলে নিয়ে ভোট ব্যাঙ্ক টানতে গেরুয়া শিবিরে রাজীবকে টানতে কোনও কসুর করছে না বিজেপি |