Breaking News

‘দু’পয়সার সাংবাদিক’মন্তব্য নিয়ে বিতর্কের জের, সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে সমন জারি ব্যাঙ্কশাল কোর্টের!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- ‘দু’পয়সার সাংবাদিক’ বলার কারণে তৃণমূল সাংসদকে আদালতে হাজিরার নির্দেশ, সাংসদ মহুয়া মৈত্র বিরুদ্ধে সমন ইস্যু করল ব্যাঙ্কশাল কোর্ট | আগামী ১৪ জুন, সোমবার তাঁকে আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে | আইনজীবী স্মরজিৎ রায়চৌধুরীর আবেদনে সমন জারি করা হয়েছে| প্রসঙ্গত, ২০২০ সালের ৭ ডিসেম্বর নদিয়ার গয়েশপুরের জনসমক্ষে দাঁড়িয়ে সাংবাদিককুলকে ‘দুই পয়সার সাংবাদিক’ বলে অপমান করেছেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র | তাঁর এই মন্তব্য যথেষ্ট মানহানিকর অপমানজনক মনে করে ২৪ ঘণ্টার মধ্যে তাকে ক্ষমা চাইতে আইনি নোটিস দেন আইনজীবী সুরজিৎ রায় চৌধুরী ও অজিত কুমার মিশ্র | আইনজীবীরা জানান, তিনি এই মানহানিকর ও অসম্মানজনক বক্তব্যের পর একটিবারও ক্ষমা চাননি| উপরন্তু আরও অপমান উগড়ে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় | তাই সাংসদের বিরুদ্ধে এবার আদালতের দ্বারস্থ হয়েছেন | মহুয়াকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার জন্য আইনি নোটিস পাঠিয়েছিলেন আইনজীবী সুরজিৎ রায়চৌধুরী | ক্ষমা না চাইলে মানহানির মামলা দায়েরের হুঁশিয়ারিও দিয়েছিলেন | সেইমতো আইনজীবীর আবেদনের ভিত্তিতে এবার মহুয়া মৈত্রর বিরুদ্ধে সমন জারি করল ব্যাঙ্কশাল আদালত | তাঁর এই মন্তব্য নিয়েই বিভিন্ন মহলে ওঠে সমালোচনার ঝড় | কলকাতা প্রেস ক্লাবের তরফে ওই মন্তব্যের নিন্দা করে একটি বিবৃতি দেওয়া হয় | তবে তারপরেও দুঃখপ্রকাশ দূর অস্ত | বরং টুইটে আরও ডাকাবুকো মনোভাবের পরিচয়ই দিয়েছিলেন কৃষ্ণনগরের সাংসদ | লিখেছিলেন, “আই অ্যাপোলোজাইজ ফর দ্য মিন হার্টফুল অ্যাকিউরেট থিংস আই সেড |” যার বাংলা তর্জমা করলে হয়, “নিম্নমানের দুঃখজনক সঠিক কথা বলার জন্য আমি ক্ষমাপ্রার্থী |” অর্থাৎ ‘সঠিক’ মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছিলেন তৃণমূল সাংসদ |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *