Breaking News

অণ্ডকোষ ঝুলে থাকত হাঁটুতে!প্রৌঢ়কে নতুন জীবন দিল নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতাল

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- অণ্ডকোষ কিন্তু তার মধ্যেই নেমে এসেছিল ক্ষুদ্রান্ত্র- বৃহদন্ত্র সহ পাকস্থলি, ছোট্ট অণ্ডকোষে এত ভার, তাই ৩ ইঞ্চির অণ্ডকোষ হয়েছিল প্রায় ১৫ ইঞ্চি | ঝুলছিল হাঁটু পর্যন্ত | প্যান্ট পরতে পারতেন না প্রৌঢ় | থাকতে হত লুঙ্গি পরেই| আর এই সমস্যা সমাধান করল এনআরএস হাসপাতাল | শিয়ালদের বাসিন্দা রমেশ সাহানি| বয়স ৬৫, বহু বছর ধরে ভুগছিলেন এই সমস্যায় | হার্নিয়া করে তুলেছিল জীবনকে অতিষ্ঠ | সেই সমস্যার সমাধান করে তাক লাগাল এনআরএস | জানা গিয়েছে, কোনও ব্যথা ছিল না, তাই গুরুতর এই সমস্যা প্রথমে ধরতে পারেননি তিনি| নাড়িভুঁড়ি পেট থেকে নেমে এসেছিল অণ্ডকোষে| পেশি দুর্বল হয়ে গেলে সংযোজক পেশির দুর্বল ত্বক ভেদ করে তা বেরিয়ে আসে, পেটের অংশ প্রবেশ করে অণ্ডকোষে| এর ফলেই হয়েছিল হার্নিয়া | অস্ত্রপচার পরিচালনা করেন ডা: অর্চনা রায়, তিনিই অ্যানাস্থেটিস্ট | মেডিক্যাল বোর্ডে ছিলেন ডা: কৃষ্ণ প্রকাশ, ডা: সুচেতা সরকার এবং ডা: উৎপল সেন |চিকিৎসক উৎপল সেন জানিয়েছেন, সাধারণ হার্নিয়ার মত অপারেশন সহজ ছিল না | পেটের সমস্ত কিছু নেমে এসেছিল অণ্ডকোষে| ফলে পেটে সংকোচন হয়েছিল। আবার জোর করে নাড়িভুঁড়ি ঢোকাতে গেলে রোগীর শ্বাসপ্রশ্বাসের সমস্যা হতে পারত | শুধু তাই নয়, রক্তনালিতে চাপ পড়ে ঘটে যেতে পারত মারাত্মক দুর্ঘটনা | তাই বাড়তি সতর্ক থেকেই অস্ত্রোপচার | তার আগে নেওয়া হয়েছিল কিছু বিশেষ পদক্ষেপ |হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, প্রথমে কিছু ব্যায়াম শিখিয়ে তা নিয়মিত করতে বলা হয় রোগীকে | তারপর কাটা হয় নিমাঙ্গের চিহ্নিত করা স্থান | দেখা হয় পেট থেকে নেমে এসেছে কী কী | তারপর লম্বালম্বি কাটা হয় পেট | এরপর হার্নিয়ার জায়গা ঠিক করা হয়| তারপর বিশেষ পদ্ধতিতে বাড়ানো হয় পেটের সঙ্কুচিত হওয়া স্থান | তারপর পেট থেকে বেরিয়ে আসা সমস্ত কিছু ফের যথাস্থানে রাখা হয় |অস্ত্রোপচারের পর নতুন করে যেন জীবন ফিরে পেলেন রমেশ | তিনি আপ্লুত,আনন্দ পরিবারেও | চিকিৎসক এবং হাসপাতালকে কুর্নিশ জানিয়েছেন সকলেই |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *