Breaking News

রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে উদ্বিগ্ন রাজ্যপাল!রাত ১০টার মধ্যে মুখ্যসচিবের কাছে রিপোর্ট তলব রাজ্যপালের

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মুখ্যসচিবের কাছে রিপোর্ট তলব করলেন রাজ্যপাল জগদীপ ধনখড় | রাজ্যপালের সই করা ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, গতকাল থেকে রাজ্যের উদ্বেগজনক আইন শৃঙ্খলা পরিস্থিতি, আজকের একটি মৃত্যুর ঘটনারও খবর পাওয়া গিয়েছে, তারই পরিপ্রেক্ষিতে আজ রাত ১০টার মধ্যে মুখ্যসচিবের কাছ থেকে সশরীরে উপস্থিত থেকে রিপোর্ট চাওয়া হচ্ছে | শান্তিস্থাপনের জন্য সবরকম উদ্যোগ নেওয়ার জন্য বলা হয়েছে | শুক্রবার বিকেলে টুইট করে ক্ষোভপ্রকাশ করেন রাজ্যপাল | পার্কসার্কাসে গুলি চলার ঘটনার কথা উল্লেখ করেন টুইটে | এছাড়া হজরত মহম্মদকে নিয়ে বিজেপি নেতানেত্রীর আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে জাতীয় সড়কে একটানা ১১ ঘণ্টা অবরোধের কথাও টুইটে উল্লেখ করেন রাজ্যপাল| প্রশাসন অবরোধকারীদের হঠাতে উপযুক্ত ব্যবস্থা নেয়নি বলেই দাবি তাঁর| এই দু’টি পৃথক ঘটনার পর রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে আলোচনার জন্য মুখ্যসচিব তলব করলেন রাজ্যপাল | শুক্রবার রাত ১০টার মধ্যে রাজভবনে হাজিরার নির্দেশ | মুখ্যমন্ত্রীকে অবিলম্বে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও টুইটে উল্লেখ করেছেন রাজ্যপাল | এদিন রাজভবনের তরফে টুইট করে রাজ্যপালের উদ্বেগের কথা জানান হয়| টুইটে লেখা হয়, “শান্তির আশা রাখছি | আজ রাত ১০টার মধ্যে মুখ্যসচিবকে তলব করা হয়েছে এবং গতকাল থেকে রাজ্যের আইনশৃঙ্খলার অবনতি নিয়ে রিপোর্ট চাওয়া হয়েছে|” একই সঙ্গে, আইন ভাঙলে মুখ্যমন্ত্রীকে কঠোর পদক্ষেপ নেওয়ারও আবেদন জানিয়েছেন রাজ্যপাল | পাশাপাশি চিঠিতে উল্লেখ করা হয়েছে ৯ জুনের পর থেকে ১১ ঘণ্টার জন্য ১১৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয়েছিল | এটা প্রত্যাশিত ছিল যে প্রশাসন কার্যকরী ব্যবস্থা নেবে | কিন্তু বাস্তবে তা প্রতিফলিত হয়নি | ইমাম অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল একটি ভিডিও ক্লিপ চারদিকে ছড়িয়ে দিয়েছিল প্রতিবাদে নামার জন্য | তারপরেও নজরদারি আরও জোরদার করা দরকার ছিল | শুক্রবারের নমাজের পর কর্মসূচির কথাও ঘোষণা করেছিলেন ওই সংগঠনের সভাপতি | রাজ্য-রাজ্যপালের সংঘাতের মাঝে পার্কসার্কাসে গুলি চলার ঘটনা এবং হাওড়ার বিভিন্ন প্রান্তে রেল ও সড়ক অবরোধের ঘটনায় মুখ্যসচিবকে তলব বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে| রাজ্যপালের তলবে সাড়া দিয়ে মুখ্যসচিব আদৌ রাজভবনে হাজিরা দেন কিনা, সেটাই এখন দেখার |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *